Site icon Trickbd.com

[FREE] সম্পূর্ন ফ্রি কথা বলুন যে কোন দেশে, আপনার ফোন নাম্বার গোপন রেখে!!!

Unnamed

আজ আমরা দেখবো কিভাবে সম্পূর্ন ফ্রিতে যে কোন দেশের যে কোন অপারেটর এর নাম্বারে কিভাবে ফ্রিতে কথা বলা যায়।

আর এই জন্য আপনার প্রয়োজন শুধু মাত্র একটি অ্যাপ এর।

অ্যাপটির নাম:- Free Calls International…
অ্যাপটির সাইজ:- Only 9MB

>>ডাউনলোড<<

প্রথমে অ্যাপটি ডাউনলোড করে নিন।

ডাউনলোড করা হয়ে গেলে, ওপেন করে SET NOW লিখাতে ক্লিক করুন।

এরপরে আপনার ফোন নাম্বারটি দিয়ে Next এ ক্লিক করুন।

তারপরে কোড চলে আসলে Continue এ ক্লিক করুন।

এর পরে দেখবেন একটি পপআপ চলে আসবে এবং আপনাকে 1000 Credits দিবে। তার জন্য আপনাকে Get It এর ক্লিক করতে হবে।

এছাড়াও আপনি প্রতিদিন চরকা ঘুড়িয়ে, বন্ধুদের invite করে, ভিডিও দেখে এবং Check-in এ ক্লিক করে Credits আর্ন করতে পারবেন।


এই Credits দিয়ে আপনি সম্পূর্ন ফ্রিতে কল করতে পারবেন।

তার জন্য Calls এ গিয়ে উপর থেকে যেই দেশে কল করতে চান, সেই দেশ সিলেক্ট করে নিন।

এবং সেই নাম্বারে কল করবেন সেই নাম্বার উঠিয়ে ডায়াল করুন।

তারপরে Call লিখাতে ক্লিক করুন।

দেখুন কল চলে গেছে যেই নাম্বারে কল দিয়েছেন সেই নাম্বারে।

এইবার দেখুন প্রুভ, নাম্বার গোপন রেখেই কল চলে এসেছে।

উপরের সব নির্দেশনা অনুসরন করে আপনি ফ্রি কল করতে পারবেন,,তবে প্রতিদিন বেশি সময় ধরে কল বলতে পারবেন না।

কারন প্রতিদিন চরকা এবং এড দেখে কিছু Credits হয়ত পাবেন,,,তবে তা দিয়ে বেশি সময় কথা বলতে পারবেন না।

তাই আপনি ক্লিয়ার ডাটা করে ভিন্ন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে বেশি Credits পাবেন। এবং বেশি সময় কল করতে পারবেন।

আশা করি এভাবে যে কোন দেশেই সম্পূর্ন ফ্রিতে কল করতে পারবে।

কোন সমস্যা হলে অবশ্যই জানাবেন,
ধন্যবাদ

Exit mobile version