Site icon Trickbd.com

Multiplayer Game লাভার রা এবার জমজমাট Bombsquad গেম খেলুন বন্ধুদের সাথে অফলাইন এবং অনলাইনে | পর্ব ১

আসসালামু আলাইকুম।
বিগত কয়েক মাস অত্যন্ত ব্যস্ত থাকার কারনে, কোন টপিক নিয়ে আলোচনা করি নাই।আশা করি নিয়মিত পোস্ট করতে পারব।
অনেক আশাবাদি হয়ে ৫ পর্বের একটি ধারাবাহিক টপিক নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। এই পর্ব টি শুধু একটি মাত্র গেম নিয়ে। তো চলুন শুরু করা যাক।

গেমের নাম –
Bombsquad

সাপোর্টিং ডিভাইস –
Andorid,IOS,Desktop,Laptop,Mac,Linux

Andorid বহুল জনপ্রিয় হওয়ার আমি Andorid ব্যবহার করে আমার আলোচনা টি বহাল রাখব।

গেমের চিত্র –

Bombsquad ব্যাপরে-

এটি একটি অফলাইন এবং অনলাইন গেম। এই গেমের মুল আকর্ষণ হলো এটি Mobile Hostpot ব্যবহার করে খেলা যায় যেমন টা আমরা Mili mitia গেম খেলতাম। আপনি সহজেই গেমটি কোন বন্ধুর সাথে খেলতে পারবেন।

তো গেমটি ডাউনলোড করা যাক।

Bombsquad Playstore Link –
Bombsquad

যাদের Playstore নেই তাদের জন্য –
Bombsquad Apkpure Link

সরাসরি Playstore থেকে গেম টি ডাউনলোড করার পর ইন্সটল করুন।
গেমটি কম এমবি এর হলেও এটিতে উচ্চ মানের গ্রাফিক্স রয়েছে তাই ১ জিবি র‍্যামের নিচে কেউ খেলতে যাবেন না।কারন ফোনে অন্য যেমন Messenger, Facebook App থাকলে এরাই ১ আপনার র‍্যামের অর্ধেকের বেশি জায়গা নিয়ে থাকে যার কারনে গেমটি প্রথম বার শুরু হতে টাইম লাগবে আর পর্যাপ্ত র‍্যাম না থাকলে গেম থেকে System আপনাকে সয়ংক্রিয় ভাবে বের করে দিতে পারে।

ইন্সটল হওয়ার পর Playstore দারা লগিন করে নিন। এবং থেকে বের হয়ে আসুন। তারপর আপনার Wifi অথবা Data Connection বন্ধ করে দিন। বুঝতেই পারছেন আমি প্রথমে অফলাইন আলোচনা করতে যাচ্ছি।

অফলাইন আলোচনা –
গেমটির অফলাইনে আপনি শুধু Hard Mode এবং কোন অনলাইন Party তে খেলতে পারবেন না এ ছাড়া সব ঠিক থাকবে।

আস্তে আস্তে সব কিছু দেখতে থাকুন এবং হাতের কন্ট্রোল টি আয়ত্তে আনুন।পরবর্তি তে যা থাকছে – Game Feature, Online Discuss, কিভাবে একটি Wifi এ কানেক্ট দিয়ে আপনার বন্ধু দের সাথে খেলবেন। প্রো ভার্সন টি কিভাবে কিনবেন। খুব সহজেই Token বা Tickes কিভাবে increase করবেন। গেম টির সম্পূর্ণ আলোচনা জানতে প্রতিনিয়ত ট্রিকবিডিতে আসুন।

অথবা আমাকে Facebook এ পাবেন –
Connect With Me On Facebook
দ্রুত সাহায্যের জন্য Whats app এ সব সময় পাবেন –

+8801784061111

নিচে কমেন্ট করে জানান বাকি পর্ব গুলো কিভাবে সেয়ার করব –
ভিডিও দিয়ে নাকি Screenshot দিয়ে
*আমি চাচ্ছিলাম ভিডিও আকারে দিব যাতে সবার বুঝতে সুবিধা হয়।এবং আমারো বুঝাইতে সুবিধা হবে।আচ্ছা কমেন্ট করে আমাকে জানান।

আজকের প্রথম টপিক এ পর্যন্তই, ভালো থাকবেন,ভালো রাখবেন সুস্থ থাকবেন।বিদায় নিলাম। i am Rockreyad Signing Out.