Site icon Trickbd.com

অনেক খুজে নিয়ে আসলাম আপনাদের জন্যে এন্ড্রয়েড এর সেরা ব্রাউজিং এপ,যা আপনাকে আসল ব্রাউজিং এর আনন্দ দিবে! [We Browser review]

Unnamed

আসছালামু-আলাইকুম !
Hi,

I,m £xprogrammer

আসা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি!কারন
ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালো থাকে!

#প্রথমে আমাকে অথর করার জন্যে রা

না এবং নাসির ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি;}
আমি আমার প্রতি পোস্টে আপনাদের ভালো কিছু নিয়ে আসার
চেস্টা করব:}
◼তো,প্রশ্ন আসতেই পারে Google chorme,Puffin,Uc browser এর থাকতে আর কোনো ব্রাউজারের দরকার আছেকী?
হ্যা,আমিও সেটা মনে করি।
কিন্তুু এই ব্রাউজারে আপনারা সকল
সুবিধা পাবেন যা অন্যকোনো ব্রাউজারে আপনি পাননি।
◼আমার নিজের ব্যবহার করা কিছু ব্রাউজারের feeling আপনাদের বলি~ ?
◼প্রথমেই কিছু ব্রাউজারের স্টাইল টা মোটেই ভালো লাগেনি যেমন Puffin.
এছাড়াও পাফিন ব্রাউজারে free. ফেইসবুক বা internet,org বা ফ্রীবেসিকস ব্যবহার করা যায় না।
তারপর আসি Uc browser এর কথায়,
যতসব এডস এর ঝামেলা এই ব্রাউজার টায়,এছাড়াও রয়েছে কয়েকটি খারাপ experiense
তারপর Chorme ব্রাউজার,
এটা আমার অনেক ভালো লেগেছে কিন্তুু সাইজ-এ পুরো মেমরি ভরে যাচ্ছে।
তারপরও ডিফল্ট হিসেবে এটা ফোনে থাকবেই।ডাউনলোত্ড স্পিড ভালো পাওয়া যায়না chorme এ,আমার নরমাল ফোনে নাকী অনেক ল্যাগ করে।
থাক, এসব কথা বাদ দিয়ে আমার সেই ভালো লাগা বেস্ট ব্রাউজার এর প্রসঙ্গে আসা যাক~?

◼তো,আমি এই পোস্টে আমার সেই ভালোলাগা ব্রাউজারের রিভিউ লেখতে চলেছি।
ব্রাউজারটির নাম হচ্ছে we browser ?

অসাধারণ Ui, super fast speed, without any lag এ ব্রাউজারটি অসাধারণ লেগেছে।
ব্রাউজারটি 100 হাজার লোক ডাউনলোড করেছে এবং এর রেটিং 4.6।

◼এই ব্রাউজারের কিছু ফিচার সম্পর্কে সর্ট রিভিউ নিচে দেওয়া হলো ~
◼প্রথমেই এই ব্রাউজার টি দ্বারা ফ্রীবেসিকস এর সাথে ফ্রী~ফেইসবুক ও চালানো যায়।
◼ব্রাউজারটির অসাধারণ ব্রাউজিং স্টাইল আপনাকে মুগ্ধ করবেই

◼এই ব্রাউজার সাইজ মাত্র ৩.৯১ এম্বি~যা এককথায় unbelivable…?
এত কম এম্বিতে এর চেয়ে ভালো ব্রাউজার নেই।
◼এছাড়াও এই ব্রাউজারে থাকতে Full page screenshot ফিচারটি~
যার সাহায্যে অতি সহজেই যেকোনো ওয়েব পেজের পুরো screenshot একসাথে নিতে পারবেন।

◼এই ব্রাউজারটি Javascriptsupported!
◼এছারাও নিজেকে incognito mode এ রেখে ব্রাউজ করতে
পারবেন।

◼সব ব্রাউজারের মতো এটাতেও রয়েছে pc mode এর সুবিধা!?

◼অসাধারণ স্টাইলিশ ট্যাব সিস্টাম যেটা ব্রাউজারের উপরে রয়েছে।
এক ক্লিকেই এক ট্যাব থেকে অন্য ট্যাবে সেকেন্ডেই ব্রাউজ
করতে পারবেন।

◼এখানে,night mode এর ও সুবিধা পাবেন,যার সাহায্যে চোখকে রাতের বেলায় মোবাইলের ক্ষতিকারক রশ্নি থেকে রক্ষা পেতে পারবেন!

◼ব্রাউজারটিতে রয়েছে only text মুডের সুবিধা যার দ্বারা আপনার এম্বি সেইভ করতে পারবেন।

◼এছাড়াও,রয়েছে অসাধারণ ডাউনলোডিং স্পিড।
এর সাথে ডাউনলোড করা ফাইল গুলো ক্যাটাগরি আকারে

ব্রাউজারটির ডাউনলোড লিস্টে দেখতে পারবেন।

◼powerful ads blocking সিস্টাম ও রয়েছে এই
ব্রাউজারটিতে।

◼এছাড়াও,ব্রাউজারটির সেটিংস এ রয়েছে আরো কয়েকটি ফিচার যা নিচের screenshot এ দেখুন~


◼সব ফিচারই তো দেখলেন ~এবার ডাউনলোড করে ইউজ করে দেখুন কেমন লাগে।
We browser~super fast download & surfing data
Download link ~
https://­play.google.com/­store/apps/­details?id=com.webrow­ser [3.97mb]
◼তো,আযকের রিভিউ এখানেই শেষ করলাম।
আসাকরি সবার ব্রাউজারটি ভালো লাগবে।
@Get me on….

Thanks for reading & stay with TrickBD