বন্ধুরা সবাই কে আসসালামুআলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন।
আর আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালই আছি।
বরাবরের মতো আজকেও নতুন একটি অসাধারণ এপ্লিকেশন নিয়ে হাজির হয়ে গেলাম এই অ্যাপটির কাজ দেখলে সত্যিই আপনি একটু অবাকই হবেন।
তো আজকের এই স্পেশাল পোস্টটা কেউ মিস করবেন না।
আপনার ফোন ব্যাটারির সুরক্ষা রেখে ও শান্তিতে নিজের পছন্দের গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়তে চান ?
তাহলে এই পোষ্ট টি আপনার জন্য।
পুরা পোস্টে আপনাদের সাথে আছে আমি ইমরান তো আসুন শুরু করি।
আসলে ঘটনা কি হয় যারা android ফোন ব্যবহার করেন।
আর বেশিরভাগ মানুষই যখন রাতে ঘুমোতে যান তখন গান শুনতে শুনতে ঘুমাতে পছন্দ করেন।
তারা কি করেন কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন এর ফলে কি হয় বন্ধুরা যতক্ষন না আপনার মোবাইলের ব্যাটারি লো হচ্ছে বা আপনার মোবাইল বন্ধ হচ্ছে চলতে থাকে।
বন্ধুরা এই সমস্যাটি থেকে মুক্তি পেতে আপনাদের একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে।
এপ্লিকেশনটির নাম: Music Stopper।
সাইজ মাত্র 761 কিলোবাইট।
বন্ধুরা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের প্লে-স্টোর এ চলে যান এবং সার্চ বাটনে সার্চ করুন Music Stopper বলে তাহলেই পেয়ে যাবেন আশা করি।
আর তারপরও যদি ডাউনলোড করতে সমস্যা হয় তাহলে এখানে ক্লিক করে এক ক্লিকে ডাউনলোড করে নিন।
তো আপনারা টাইম সেটআপ করে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
তার জন্য প্রথমেই আপনাকে এপ্লিকেশনটি ইন্সটল করে ওপেন করতে হবে ওপেন করার সাথে সাথে দেখতে পারবেন টাইম setup করার জন্য একটা রাউন্ড করা আছে।
তো আপনারা ঐ গোল বিন্দুর ওপরে হাত লাগিয়ে আপনি যদি মনে করছেন আপনি আধঘন্টার মধ্যে ঘুমিয়ে পড়তে পারেন বা এক ঘন্টার মধ্যে বা আপনি দুইটা তিনটা গান শোনার পর কিছুখন পরে ঘুমিয়ে পড়তে পারেন সেটা আইডিয়া করে টাইম টা সেট করে নিবেন।
টাইমটা সেট করার পরে আপনি শুধু মাত্র সেভ এ ক্লিক করে দিবেন তাহলে এটা টাইম সেট হয়ে যাবে।
ঠিক নিচের মত।
তো এইভাবে আপনারা টাইম সেট করে এই সমস্যাটির থেকে মুক্তি পেতে পারেন।
পোস্টটি কেমন লাগলো জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে আর আপনি যদি আপনার বন্ধুর সাথে পোষ্টটি এখনও শেয়ার করে না থাকেন তাহলে এখনি শেয়ার করে দিন।
বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন পোস্টে ততক্ষণ সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আজকের মত আল্লাহ হাফেজ।
কারো কাছে যদি পেপালে ডলার থেকে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ১৮ ডলারের মতো দরকার ০১৮৩৯০১৮৩২৮
নতুন নতুন গান পেতে ভিজিট করুন MastyBD.Mobi তে