বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামুআলাইকুম।
আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।।
আজ শুক্রবার, তাই দয়া করে নামাজ আদায় করবেন।।
••পোষ্ট::-••
• আমি আজ যে এপস নিয়ে পোষ্ট করতে যাচ্ছি তার নাম Google Lens…
• তো আগে আপস সম্পর্কে জানি::-
• ‘গুগল লেন্স’ হলো গুগলের তৈরি একটি অ্যাপ, যার মাধ্যমে ছবি থেকে স্ক্যান করে খুব সহজেই আপনি পেয়ে যাবেন ছবির বস্তু সম্পর্কিত বিস্তারিত তথ্য। ফুলের নাম বা বংশ, বিজনেস কার্ড স্ক্যান করে ফোনেই কনট্যাক্ট নাম্বার তৈরি, রেস্টুরেন্ট বা কোনো স্থানের তথ্যসহ ছবি থেকে যেকোনো ব্যক্তির তথ্যও পাওয়া যাবে এই অ্যাপের মাধ্যমে।
প্রথমে Playstore থেকে apps টি ডাওনলোড করে নিন।।
••• Download Click Here
• apps টি ডাওনলোড করার পর অপেন করুন।
•তারপর নিচের মত একটি পেজ পাবেন।।
• এরপর আপনি নিচের মত পেজ দেখতে পাবেন।।
••• এ পেজে যা বলা থাকবে•••
১।আপনার ফোনে থাকা Google Photos এপসটি চালু করুন।
২।ফটো চয়েজ করুন।
৩।এরপর লেন্জ আয়কনে ক্লিক করুন।
৪। আপনার বিস্তারিত দেখুন।
যাদের Google Photos এপসটি নেই তারা ডাওনলোড করে নিন।
Google Photos
যাদের আছে তারা ওপেন করুন
• এরপর আপনি আপনার ডিভাইসের সকল ফটো দেখতে পারবেন।
• এরপর আপনার ফটো সিলেক্ট করুন যেটার বিস্তারিত আপনি জানতে চান।
• ফটো ওপেন করার পর উপরের পিকচারের মত লেন্জ আয়কনে ক্লিক করুন।
• দেখুন গুগলে সার্চ করে দেখাচ্ছে এবিষয়ে গুগলে কোন কিছু আছে কিনা।
•পিকচারটিতে কি লেখা আছে তাও দেখতে পারবেন
• পিকচারের তারিখ দেখতে পারবেন
গুগল পিকচার সার্চ
•• পিকচার ওপেন করে লেন্জ ক্লিক করার পর নিচের মত পেজ পাবেন এবং সেখানে গুগল ফটো সার্চ অপশন পাবেন
••• যে কোন ব্রাউজার দিয়ে সার্চ করতে পারবেন।।
হয়ত এ পোষ্ট আগে করা হয়নি।
যদি কোন প্রকার ভুল করে থাকি, তবে এডমিন প্যানেল সহ সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আমাকে বলবেন ইনশাআল্লাহ ভুল সংশোধন করে নিব।
পোষ্টি ভাল লাগলে আমার ফেসবুক পেজটিতে একটি লাইক দিয়ে আসতে পারেন:: Facebook Page
দয়া করে সকলে ৫ওয়াক্ত নামাজ আদায় করুন।
•••আল্লাহ হাফেজ•••