Site icon Trickbd.com

ওয়েব ডিজাইন ও ডেভলপ শেখার প্রয়োজনীয় সাইট W3Schools.com এর সম্পর্ন অফলাইন অ্যানড্রয়েড অ্যাপ [ সংক্ষিপ্ত আলোচনা]

Unnamed


আসসালামু আলাইকুম

আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন।

আজকের পোস্টটি অন্য ধরনের অ্যাপ নিয়ে। আজ সকল ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভলপারের জন্য প্রয়োজনীয় সকল কোডের সাইট w3schools.com এর অফলাইন অ্যানড্রয়েড অ্যাপ নিয়ে হাজির হয়েছি। সাইজ ১২ এমবি। যারা ওয়েব ডিজাইন ও ডেভলপ করেন তারা এই সাইটের প্রয়োজনীয়তা জানেন। আর যারা নতুন শিখতে চান তাদের জন্য সবচেয়ে পারফেক্ট সাইট হলো w3Schools.com. বিশ্বাস না হলে একবার ঘুরে আসতে পারেন।

যা যা আছে অ্যাপটিতে:

ওয়েব ডিজাইন ও ডেভলপের জন্য প্রয়োজনীয় ১১ ধরনের কোডিং এতে রয়েছে। আর সবগুলোরই প্রায় সকল কোড।
১. HTML – এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওয়েড ডিজাইনের জন্য অবশ্যই দরকার, ডেভলপের জন্য এই বিষয়ে ধারনা থাকতে হবে।
২. PHP – এটি ওয়েব ডেভলপের জন্য সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বিশ্বের সেরা সাইট গুলোর কয়েকটি ফেসবুক, উইকিপিডিয়ার অনেকাংশ ডেভলপ করা পিএইচপিতে। জনপ্রিয় CMS ও PHP দ্বারা তৈরি। আর বিশ্বের ৮২% এর মত সাইট ডেভলপ করা পিএইচপিতে। তাহলে বুঝুন php কি। php দিয়ে সফটওয়্যারও তৈরি করা যায়। আরও জানতে গুগলে সার্চ করুন।
৩. Javascript – জনপ্রিয় স্কিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তবে প্রোগ্রামিংয়েও এটি সেরার মধ্যে একটি।
৪.CSS – ওয়েব ডিজাইন করতে হলে অবশ্যই লাগবে। এটি সমন্ধে যত ভাল ধারনা থাকবে তত ভাল সাইট ডিজাইন করতে পারবেন।
৫. SQL&MYSQL – ডাটাবেজের কাজে ব্যাবহৃত হয়। php এর সাথে ভালো সম্পর্ক আছে।

৬.JQuery – JavaScript কোড এর লাইব্রেরী। অল্প কোড লিখে অনেক কাজ করা যায়। বিশ্বের সেরা সাইট Google, Facebook এর ব্যাবহার করে। তাহলে আপনি কেন করবেন না। এটি ডিজাইনের কাজে ব্যাবহৃত হয়।
৭. XML – এটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ ধরনের। তুলনামূলক কঠিন। অনেকেই এটিকে এরিয়ে যান। তবুও কিছু ধারনা রাখার চেষ্টা করবেন। সম্পর্ন পারলে খুবই ভালো হবে।
৮. W3CSS – এটি CSS এর মতই। তবে এটির আলাদা কিছু বৈশিষ্ট আছে।
৯. Angular – এটি JavaScript এর কাছাকাছি। না জানলে অসুবিধা নেই।
১০. ASP – এটিও জানলে ভালও। তবে এটি আগে দেখার দরকার নেই।
১১. Bootstrap – এটি মার্কআপ ল্যাঙ্গুয়েজের মত অথবা এর ফ্রেমওয়ার্ক। এটি জানলে ভালো ডিজাইন করতে পারবেন।

Ajax এর কিছু টিউটোরিয়ালও আছে এই অ্যাপে। আর লেখাগুলো ইংরেজী।

যদি আপনি উপরের সবগুলো জানেন তাহলে ওয়েবজগতে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। তাই বোঝা যায় এটি অসাধারন ও গুরুত্বপূর্ন সাইটের অ্যাপ।

ডাউনলোড লিংক: W3Schools Full Offline Tutorial App

কয়েকটি স্কিনশট:






আল্লাহ হাফেজ।