বন্ধুরা সবাই কে আসসালামুআলাইকুম আশা করি সকলেই অনেক ভাল আছেন।
বন্ধুরা আপনারা যদি আপনার ফোনের প্রক্সিমিটি সেন্সর ওপর আঙুল রাখেন কিংবা আঙুলকে যদি একবার সোয়াইপ করেন এবং আপনি যদি আপনার ফোনের প্রক্সিমিটি সেন্সর এর উপরে আপনার হাতকে ডানদিক বাঁদিক সোয়াইপ করেন তাহলে আপনারা আপনাদের পছন্দের এপ্লিকেশনগুলি open করতে পারবেন আপনার ফোনকে আরো স্মার্ট করতে পারবেন।
বন্ধুরা এই অসাধারণ কাজটি একটা ছোট্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবেন অ্যাপ্লিকেশনটি পাবার জন্য আপনার ফোনের প্লে-স্টোর দিয়ে সার্চ করুন Hovering Controls অথবা এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন।
ডাউনলোড করা হয়ে গেলে ইন্সটল করে ওপেন করলে তিনটি অপশন পাবেন যার ভিতরে রয়েছে HOVER HOLD & SLIDE ONCE & SLIDE TWICE
স্ক্রীনশট দেখুন বুঝতে পারবেন।
এখন আপনারা যদি প্রক্সিমিটি সেন্সর এর উপর আঙ্গুল রেখে হোল্ড করেন তাহলে দেখবেন আপনি যেই অ্যাপটি সিলেক্ট করেছেন সেই অ্যাপটি ওপেন হয়ে যাচ্ছে।
বা আপনি যদি slight করেন তাহলে দেখবেন আপনি যে অ্যাপ্লিকেশনটি সিলেট করছেন সেটাই ওপেন হয়ে যাবে।
তো এইভাবে আপনারা proximity-sensor কে কাজে লাগিয়ে আপনার ফোনকে আরো স্মার্ট ভাবে ইউজ করতে পারেন।
আশা করি বুঝতে পারছেন যদি বুঝতে কোন সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন।
যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করে দিন এবং একটা লাইক দিন।
দেখা হচ্ছে নতুন কোন পোষ্টে ততক্ষণ সবাই ভাল থাকুন সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আজকের মত আল্লাহ হাফেজ।
আপনি কী সল্প মূল্যে ওয়েবসাইট তৈরী করে টাকা ইনকাম করতে চান? তাহলে বিস্তারিত এখানে পড়ুন।