ভাচুর্য়াল হলোগ্রাম বিষয়টা শুনেই অবাক হতে হয়, আর অবাক হবার কারন ও আছে এতে।
এইবিশাল হলোগ্রাম এর জন্যই আমাদের চারপাশে যা কিছু দেখি তা হচ্ছে দ্বিমাত্রিক প্রজেকশন।
আমারা অনেক ক্ষেত্রেই দেখতে পাই চমৎকার সব হলোগ্রাম ইফেক্ট সহযোগে তৈরি দারুন দারুন সব ছবি।
আজ আমারা এমন একটি অ্যাপ এর সাথে পরিচিত হবো যা আমাদের সাদামাটা স্থির ছবিকে চমৎকার সুন্দর হলোগ্রাম ইফেক্ট প্রদান করবে।
প্রথমে অ্যাপটি ডাউনলোড করে নিন,
অ্যাপটির কিছু স্কিনসট:-
অ্যাপটি দ্বার তৈরিকৃত স্থিরচিত্র সুন্দর একটা লুক পাবে।
অ্যাপটিতে কয়েকটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরি রয়েছে ছবি ইডিট করার জন্য।
এই ক্যাটাগরি থাকার কারনে আপনাকে কষ্ট করে ভিন্ন ভিন্ন ইফেক্ট খুঁজে নিতে হবে না।
প্রতিটি ক্যাটাগরিতে সেই ক্যাটাগরি অনুযায়ী রয়েছে চমৎকার সব হলোগ্রাম ইফেক্ট।
আপনি একটি ছবিতে একের অধিক হলোগ্রাম ইফেক্ট এড করতে পারবেন।
এবং সেই সব ইফেক্ট গুলোর ব্রাইটনেস কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন আপনার ইচ্ছে অনুযায়ী।
তাছাড়াও কালার ব্রাইটনেসে দারুন একটি ইফেক্ট
এড ও করে নিতে পারবেন আপনি।
তবে সবক্ষেত্রেই আপনার ব্যাকরাউন্ডের ছবিটি সঠিক হতে হবে হলোগ্রাম ইফেক্ট অনুযায়ী।
তা না হলে ছবি ইডিট করতে পারবেন তবে সেই ছবি ভার্চুয়াল হলোগ্রাম এর মতো ফুঁটে উঠবে না।
আশা করি অ্যাপটি ব্যবহার করে দারুন দারুন সব স্থিরচিত্রে হলোগ্রাম এড করে, স্থিরচিত্রটিকে আরও সুন্দর করে তুলতে পারবেন।
ধন্যবাদ।