টিউনটির শুরুতেই বলে রাখছি এটা কেবল
মজা করার জন্য। কাউকে মিস কল দিয়ে
বিরক্ত করা আমার টিউনের উদ্দেশ্য নয়।
যাহোক এবার কাজের কথায় আসি,
মোবাইল ফোন কম্পানিগুলো যখন
বাংলাদেশে নতুন আসে তখন মানুষের
মাঝে মিস কল দেওয়ার একটা বাতিক ছিল।
অনেকেই বলতো মিস কল না দিলে মিস করা
হয়না। আপনি যে কাউকে মিস করছেন সেটা
কতোবার যে সেই কাঙ্খিত মিস কল দিতে
গিয়ে ধরা খেয়েছি তার কোন ইয়াত্তা
নেই।
আমার জানা মতে এখন কেউ কাউকে মিস
করলে মিস কল অন্তত প্রকাশ করেনা। তবে
কেউ যদি স্রেফ মজা করার জন্য কাউকে
ছোট্ট ছোট্ট মিস কল দিতে চান তাহলে
এপ্স টি আপনার জন্যই।
নিচ থেকে App টি নামিয়ে নিন।
আমার সাইট Trickmela.com ঘুরে আসবেন আশা করি ভাল লাগবে।
সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন
এবং সব সময় Trickbd.com এর সাথেই থাকুন।