Site icon Trickbd.com

[Uc Mini] আপনি কি জানেন ইউসি মিনি এখন কাজ করে শেয়ার ইট এর মত[Share IT]

Unnamed

ব্রাউজারের মধ্য যেমন জনপ্রিয় গুগল ক্রম।তেমনি মিনি ব্রাউজার এর মধ্য জনপ্রিয় ইউসি মিনি।এই ব্রাউজার জনপ্রিয়, এর কারণ হল এর ফিচার।একটি ব্রাউজারে যা থাকা উচিত তার সবই আছে এতে।

এখন এই নিয়ে পোস্ট অনেক আছে। আমি এর রিভিউ করতে আসিনি। তবে কিছুদিন আগে নতুন আপডেটে এর একটি নতুন ফিচার আসে। যা আমার কাছে খুব ভাল লাগে।ফিচার টি তেমন নতুন কিছু না। তবে এই অ্যাপ এর মধ্য দেয়াতে ভালই হয়েছে। আর এই ফিচার হল Uc Share. এটি শেয়ার ইট এর মত কাজ করে অর্থাৎ আপনি এখন এখান থেকেই ফাইল শেয়ার করতে পারবেন Share It এর মত করে। এত কম এম্বির ব্রাউজারে এই ফিচার খুব ভালই লাগে। তবে বরারবরের মতই অরিও তে রিসিভ বাটন কাজ করে না। তার জন্য উল্টোভাবে কানেক্ট করে তারপরে শেয়ার করতে হয়। যাক বিস্তারিত বলছি না।

কার্যপদ্ধতি


প্লে স্টর থেকে নতুন আপডেট নামিয়ে নিন

প্রথমে ইউসি মিনি থেকে ডাউনলোড অপশনে যান।

সেখান থেকে Uc Share ক্লিক করেন।

তারপর বাকি সব কাজ Share It এর মতই।

ফাইল সিলেক্ট করে শেয়ার করুন এবং রিসিভ করতে রিসিভ এ ক্লিক করুন।


আপনি চাইলে ব্লুতোথ এর মাধ্যমে ফ্রেন্ড এর ফোন থেকে
বা ফ্রেন্ড এর ফোনে ইউসি মিনি শেয়ার করতে পারবেন।
এই নতুন ফিচার এই নতুন অ্যাপ কে আরো জনপ্রিয় করে তুলবে। এই অ্যাপ নিয়ে বিস্তারিত লেখার তেমন কিছুই ছিল না। এই নিয়ে কেউ পোস্ট করেছে কিনা সার্চ করে দেখেছি পাইনি।যদি তারপরেও কেউ করে থাকে তাহলে তা তাদের দোষ। কারণ টাইটেল এবং টেগ ভালভাবে ইউস না করায় গুগলে পোস্ট খুজে পাওয়া যায় না।