Site icon Trickbd.com

Android ফোনে ইন্সটল করুন Dr. Web Security Space এবং ফোন করুন একশত ভাগ সুরক্ষিত। সাথে থাকছে ২০২০ সাল পর্যন্ত লাইসেন্স কি ফ্রি। [Link Updated ]

Unnamed



intro……

বন্ধুরা, আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন টিউন উপহার দেয়ার। সেই প্রচেষ্টা আব্যাহত রেখে আজকে নতুন একটা টিউন লিখছি।

আপনার সবাই আমাকে যে ভাবে উৎসাহিত করেন সে জন্য অনেক অনেক ধন্যবাদ।

আশা করি আপনাদের ভাল লাগবে।
ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আজ আমি আপনাদের মাঝে Dr. Web Security Space এর Full Version ও সাথে ২০২০ সাল পর্যন্ত License Key দেবো। তো কথা না বাড়িয়ে, সরাসরি কাজে চলে যাই।

কার্যপদ্ধতি

প্রথমে Dr. Web Security Space অ্যাপ টি ডাউনলোড করে ইন্সটল করুন এবং License Key টি ডাউনলোড করে মেমোরি কার্ডের যে কোন ডিরেক্টরি তে রাখুন।
এবার Dr. Web Security Space অ্যাপ টি Open করুন এবং Accept লেখায় ক্লিক করে অগ্রসর হন।

এবার More এ ক্লিক করুন।

এবার I already have a license এ ক্লিক করুন।

এখন Use a key file এ ক্লিক করুন।

এবার আপনি মেমোরি কার্ডের যে ডিরেক্টরি তে License Key ডাউনলোড করেছেন, সেখানে গিয়ে License Key তে ক্লিক করুন।

এবার Data Connection চালু করে More এ ক্লিক করুন।

সব শেষে স্ক্রিনশট এ দেখানো জায়গায় ক্লিক করে Virus Database Update দিন।

Download Link : Dr. Web Security Space

এই টিউন টা যদি আপনার ভাল লাগে, তাহলে আপনার মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আর একটা কথা,ভাল না লাগলে এরিয়ে যান। কমেন্ট এরিয়া দূষিত করার দরকার নাই।

    যে কোন প্রয়োজনেঃ
  1. Facebook: K M Faruk islam

মাদক কে

না বলি,

মাদক মুক্ত

সমাজ গড়ি।

এতক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ….!!!
Exit mobile version