Site icon Trickbd.com

এবার আপনার এন্ড্রোয়েড ফোন কে একটি সাদামাটা মেটাল ডিটেক্টর হিসেবে ব্যবহার করুন।

Unnamed

আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন???? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহতালা এর অশেষ রহমতে ভাল আছি।

অনেক দিন পর পোস্ট করছি।
পোস্ট টি হচ্ছে কিভাবে আপনার এন্ড্রোয়েড ফোন কে একটি সাদামাটা মেটাল ডিটেক্টর হিসেবে ব্যবহার করবেন।
আগে পোস্ট হইছে কিনা জানিনা। তয় আমি খুইজ্জা পাইনাই।
আপনি আগে থেকে জানলে চুপ থাকেন,অযথা গালি দিয়ে বংশের পরিচয় না দেওয়াই ভাল
তো চলুন শুরু করা যাক।

এর জন্য আপনার ফোনে GeoMagnetic /Magnetic Sensor থাকতে হবে।


এখন আপনার প্রশ্ন!
ফোনে আছে কিনা এইটা বুঝবো কেমনে?
সেটা এপ টা ইন্সটল করলেই বুঝবেন।
তো এখনি ঝেপে পড়ুন।
প্রথমেই ডাউনলোড করুন। Download Now (Link Fixed)
ডাউনলোড করার পর এরকম দেখতে পারবেন।
স্ক্রিন শট ফলো করুন।


এরকম ইন্টারফেস আসবে।

তারপর কোন মেটালের অর্থাৎ লোহা জাতীয় কোনো কিছুর কাছে ফোন টাকে নিয়ে যান, দেখবেন কাজ করছে।

ভাল মত কাজ করে ফোন টাকে মেটাল এর কাছে নিয়ে এলে,,,,,,টুট,,,,,টুট,,,,,,,টুট করবে।
ঠিকমত করলে নিশ্চয় মেটাল ডিটেক্টর এর কাজ করবে।
এর মধ্যে কোন ইরর আসলে বুঝবেন আপনার ফোনে GeoMagnetic/Magnetic Sensor নাই।

ধইন্যবাদ। 😀 😀 😛 :S
কমেন্ট করেন ইফ ইউ ফেস এনি প্রব্লেম।