আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন।
বর্তমান বিশ্বে “হ্যাকার” নামটি উচ্চারণ মানে টেকনোলজির জগতের একদল অগাধ বুদ্ধিমান মানুষদের সম্বোধন করা।
প্রাথমিক ভাবে হ্যাকার বলতে অনেকে খারাপ কাজের মানসিকতা সম্পন্ন ব্যক্তিকেই বুঝে থাকেন। কিন্তু নানান প্রকার হ্যাকার রয়েছে বর্তমান বিশ্বে। কিছু কিছু মানুষ আছেন যারা সাইবার বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। তারাও হ্যাকারদের একটি প্রকারের মধ্যে পড়েন আর তা হল হোয়াইট হ্যাকার।
আর প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের সর্বদা নিজেদের আপডেট করতে হবে ঠিক যেমনটা অ্যাপ এর ক্ষেত্রে আমরা লক্ষ্য করি।
আর সাধারণত অনলাইনে নিরাপদ থাকতে গেলে আমাদের এইসব টুকিটাকি হ্যাকিং সম্পর্কে জ্ঞান থাকাটা অত্যন্ত জরুরী। আর কিভাবে তা অর্জন করা যায় তা গুগলে, ইউটিউবে সার্চ দিলে অনেক টিউটোরিয়াল পাওয়া যাবে।
আর আজ আমি আপনাদের এমনই একটি অ্যাপ এর সাথে পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে আপনি হ্যাকিং সম্পর্কে নানান তথ্যসহ অনেক কিছু জানতে পারবেন।
অ্যাপ টি থেকে যা যা শিখতে পারবেনঃ
ইত্যাদি ইত্যাদি।
আর অ্যাপটির সাইজ মাত্র ৩ এমবি!!
ব্যবহারের পদ্ধতিঃ
প্রথমে অ্যাপটি ইন্সটল করে ওপেন করবেন। তারপর কিছুক্ষণ সময় লাগবে। এরপরে Continue করতেই থাকবেন যতক্ষণ না Register লেখা আসবে। Register বাটন আসলেই আপনার ইমেল দিয়ে Register বাটনে ক্লিক করলেই আপনাকে অ্যাপ এর ভিতর নিয়ে আসবে। বাকিটা নিজেরাই বুঝতে পারবেন। আর না বুঝলে তো আমি আছিই।
বোনাস হিসেবে, প্রতি সপ্তাহে একজন রেগুলার ইউজারকে তারা ৫০$ উপহার দিয়ে থাকে। বলা যায় না হ্যাকিং শিখার পাশাপাশি আপনিও ভাগ্যবানদের মধ্যে একজন হয়ে যেতে পারেন!
আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন।