Site icon Trickbd.com

এবার অফলাইনে কুরআন পড়ুন এবং শুনুন অ্যাপের সাহায্যে ।

আসসালামুআলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা ।

 

★আশাকরি সবাই ভালোই আছেন । রমজান মাস কুরআনের মাস । কুরআন তিলাওয়াতের ফজিলত অনেক । আর রমজানে প্রত্যেক নেক কাজের সওয়াব বাড়িয়ে দেওয়া হয় ।

যা হোক, আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব দুটি অ্যাপস এর সাথে । একটি হলো কুরআন (পাঠ করার জন্য)  আরেকটি হলো অডিও কুরআন (শোনার জন্য) ।

 

1.Holy Quran

 

Size: 87 MB

→এটি একটি আরবি কুরআন । এর সাইজটা বেশি হলেও এর অসাধারন লুক পড়ায় বিশেষ মনযোগ আকর্ষণ করবে । এই কুরআনে  পাতা উল্টানো যায় । এছাড়া একবারে যেকোনো পাতায় যাওয়া, বিভিন্ন কালার, নাইট মোড, এবং বুকমার্ক করে রাখার সুবিধাও রয়েছে এতে ।  নিচে কিছু Screenshot দেখে নিন 

.

.

.

.

.

.

.

.

.

.

.

2. Audio Quran

Size: 78 MB

→এটি শুধুমাত্র অডিও কুরআন। এখানকার ১১৪ টি সূরার তিলাওয়াত সম্পূর্ণ অফলাইনে শুনতে পারবেন । এছাড়া এই সূরাগুলো ফোনের রিংটন বা এলার্ম এর টোন হিসেবে ব্যবহার করতে পারবেন এবং যেকারো সাথে শেয়ারও করতে পারবেন । নিচে কিছু Screenshot দেখে নিন

.

.

.

.

.

.

.

আজ এ পর্যন্তই । কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে । ট্রিকবিডির সাথেই থাকুন ।

Freebasic এ Screenshot গুলো ভালোভাবে দেখা না গেলে MB দিয়ে Screenshot গুলো ভালোভাবে দেখতে পারবেন ।
Exit mobile version