আমারা অনেকেই চমৎকার সেই সব Bimoji দেখেছি।
তাই আজ আমরা দেখবো কিভাবে সেই Bitmoji এর মতো করে কার্টুন ক্যারেক্টার তৈরি করা যায়।
এই কার্টুন তৈরি করতে আপনার প্রয়োজন একটি অ্যাপ এবং আপনার শৃজনশীল মেধার।
এই অ্যাপটি ব্যবহার করে আপনি নিজের একটি পার্সোনাল কার্টুন ক্যারেক্টার তৈরি করতে পারবেন।
এইটা ঠিক যেমন Bitmoji ব্যবহার করে নিজের একটি পার্সোনাল ইমোজি তৈরি করা যায় তেমন।
এই অ্যাপটি গুগলের নিজের তৈরি, আর নাম শুনেই যেটা ধারনা করতে পারছেন।
এই অ্যাপটি ব্যবহার করে আপনি নিজের কার্টুন ক্যারেক্টার তৈরি করতে পারবেন অ্যান্ড্রয়েড স্টাইলে।
আপনি নিশ্চই অ্যান্ড্রয়েডের অফিশিয়াল সেই চমৎকার সুন্দর গ্রিন কালারের একটি কার্টুনটি দেখেছেন।
এই অ্যাপটি ব্যবহার করে আপনি ঐ একই আকার/ ফিগারের কার্টুন তৈরি করতে পারবেন নিজের ইচ্ছামত।
আপনি কার্টুনটির জামা-প্যান্ট, জুতা, মাথার ক্যাপ, গায়ের রঙ, নাক-চোখ-মুখ সবকিছুই নিজের ইচ্ছামত সাজিয়ে চাইলে নিজের চেহারার মতো করেই সাজাতে পারবেন।
একটি আকৃতি পছন্দ করে তাতে নিচে থাকা বিভিন্ন ধরনের পোষাক দিয়ে সাজিয়ে নিতে পারেন।
আপনি চাইলে সেখান থেকেই আপনার তৈরি করা কার্টুন সরাসরি শেয়ার করতে পারেন।
অথবা আপনার তৈরি করা ক্যারেকটারের ইমেজ গুলা গ্যালারীতে ও সেভ করে রাখতে পারবেন।
অ্যাপটির কিছু স্কিনসট:-
অ্যাপ সাইজ:10MB
অ্যাপ নাম: Androidify
ধন্যবাদ সকলকে।