প্রথমে আমার সালাম নিবেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমিওভালো আছি।
আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি Android P এর Volume Slider কিভাবে আপনার Android এ ব্যবহার করবেন।
এই এপ টি নিয়ে আগেই পোস্ট করেছিলাম তখন এপ টার ভার্সন ছিলো প্রথম ভার্সন তাই ডিফল্ট ভাবে ব্যবহার করা যেত না এই Android P Style এ।কিন্তু এই স্টাইলে ব্যবহার করা যাই সেটাই আজকে আপনাদের কে দেখাবো।
যে এপ টি নিয়ে পোস্ট করতে যাচ্ছি সেটি আপনি প্লে স্টোর এ পাবেন তবে প্রিমিয়াম তাই ডাউনলোড করতে পারবেন না গুগল এ সার্চ করলে এর আগের ভার্সন গুলা ফ্রিতে পাবেন এটা না পাওয়ার সম্ভবনা বেশি।
আর সব থেকে ভালো খবর হলো Android P (9.0) কিন্তু Android এর লাটেস্ট ভার্সন সেই ভার্সন এর মত ওল্ড ভার্সন গুলা কাস্টমাইজড করতে এই এপ টা Android জেলেবেইন এ ও ইন্সটল+ব্যবহার করতে পারবেন।
নিচ থেকে এপ টা ডাউনলোড করে নিন।
আগেই বলে রাখি এই ভার্সন ছাড়া এই এপ টা আপনি ডিফল্ট ভাবে ব্যবহার করতে পারবেন না।
এপ টা ইন্সটল করুন!
সব গুলা পারমিশন এলাউ করে দিন।(যদি আপনি Android 6.0+ ইউজার হন)
এলাউ করে দেয়ার পরে নিচের মত আসবে ওকে দেন তারপর Defult Volume হিসেবে আপনার যেটা ইচ্ছা সেটা দিয়ে দিলেই হবে।
বেস এবার Android এর লাটেস্ট ভার্সন Android P(9.0) এর মজা নিন আপনার Android এ।
কারো যদি কোন সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন,আর কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না।
ধন্যবাদ সাথে থাকার জন্য,
আজকের মত পোস্ট এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্ত থাকুন আল্লাহ হাফেজ।
পোস্ট টি এখানে প্রকাশিত হয়েছিল!
Get Android Latest Ported Moded And Any Android Stock Ringtone/wallpapers Download