Site icon Trickbd.com

সাউন্ড এডিটিং এর জন্য সংগ্রহে রাখতে পারেন অসাধারণ একটি সফটওয়্যার…

Unnamed

আস্ সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহুর রহমতে ভাল আছেন। আমিও ভাল আছি।সবাইকে ভালো কিছু দেওয়ার ইচ্ছা সব সময় থাকে তাই সময় করে আজ হাজির হলাম অসাধারণ একটি সাউন্ড এডিটিং সফটওয়্যার ও কাজ নিয়ে।

প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি সফটওয়্যার এর সাথে।সফটওয়্যারটির নাম WavePad Audio Editing Software । সফটওয়্যারটির সাইজ খুব বেশী বড় নয় । 1 MB এর চেয়েও কম।

Download WavePad Audio Editing Software

আপনি কোন Recording File create করেত New file select করে একদম নিচে
রেকর্ড বাঁটন প্রেস করতে হবে।

সাউন্ড নিয়ে কাজ করার জন্য আপনাকে ফাইল অপশন থেকে Open File থেকে আপনার কাঙ্ক্ষিত ফাইল সিলেক্ট করে ওপেন করতে হবে।

রেকর্ড শেষ করার পর এবার এডিট করার পালা।

নিম্নে চিত্রে অপশন গুলো দেখানো হলো।

বিভিন্ন অপশন সিলেক্ট করে আপনি আপনার সাউন্ড ফাইল কে এডিট করতে পারবেন।

সাউন্ড ফাইল এ Effect দিতে চাইলে Effect এ গিয়ে Efffet tools গুলো নিয়ে কাজ করতে
পারেন।


বিশেষ করে Special FX এর Effect গুলো আমার অনেক ভাল লাগে,ব্যবহার করে দেখুন ভালো লাগবে।

আরও আছে অনেক ফিচার যেমন Tools,Suite,Custom.

আর বিশেষ করে বলতে চাই এতে একটি ফিচার আমার ভালো লেগেছে।এই ফিচারটি বিশেষ করে কাজে লাগবে ইংলিশ স্পেলিং এ দুর্বল ছাত্র-ছাত্রীদের।

যেভাবে এই ফিচারটি ব্যবহার করবেন।Tools থেকে Text To Speech Option সিলেক্ট
করে বক্সে লেখা টাইপ করে Synthesize Spech এ ক্লিক করে Play বাঁটনে ক্লিক করেন।

এই সফটওয়্যার এর সাথে অন্য আরো সব এক্সটা অপশন যেমন মিক্সার(MIXER)ব্যবহার করার
জন্য নেট কানেক্ট রেখে অপশন গুলোতে ক্লিক করা মাত্র ডাউনলোড হয়ে যাবে।ফাইল সাইজ ২ MB এর বেশী হবে না।

এই সফটওয়্যারটির বিস্তারিত ব্যবহার নিয়ে কয়েকটি টিউন করা যাবে। আমি শুধু বিশেষ কয়েকটি ফিচার এর সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেছি মাত্র।

আজ আর নয় দেখা হবে আবার কোন এক টিউনে….