welcome to TRICKBD
কেমন আছেন সবাই। আশাকরি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।
আমি মাসুদ,®
Mx player এর কিভাবে Data backup or setting backup করবেন।এখানে আমি ডাটা ব্যাকআপ এজন্য বলছি mx player এর setting গুলাই ডাটা। যারা ট্রিক টি জানেন তারা দূরে থাকেন। আমরা জানি mx player এর অনেক সেটিং আছে। আমরা মনের মত করে অনেক কষ্ট করে theme style ইত্যাদি চেঞ্জড করে থাকি। অনেক সময় দেখা যায় ভুলবশত কিংবা restore দেওয়ার জন্য mx player uninstall করে ফেলে থাকি। আবার সেটিং করতে অনেক সময় লেগে যায়।
তো এভাবে আর আপনাকে পুনরায় সেটিং করা লাগবে না।
তো অনেক কথা বললাম এখন কাজে যাই।
আমার mx player এর সেটিং গুলা দেখে নেই
এখন কিভাবে কাজ করেবেন তা বলে দিচ্ছি।
mx player open করে ৩ডট এ ক্লিক করুন তারপর সেটিং এ যান
তারপর
export এ ক্লিক করুন
ok
আপনার ফাইলে সেভ করে নেন
আমাদের কাজ শেষ এখন কিভাবে data clear করা অ্যাপ এ add করবেন।
তো আপনে এখন ক্লিয়ার ডাটা কিংবা uninstall বা install করে নেন
এখন এপ টি অপেন করে আগের মত
mx player open করে ৩ডট এ ক্লিক করুন তারপর সেটিং এ যান>তারপর general>
>imports এ ক্লিক করুন
save করা ফাইল টা সিলেক্ট করুন
এখন অ্যাপ টা রিস্টার্ট নিবে এবং আগের সেটিং এ ফিরে আসবে।
আমি কিছু প্রুফ দিতেছি
আজ এই পর্যন্তই।কোন ভুল হলে ক্ষমার চোখে দেখবেন
°●®®®কিছু কথা●°®®®
subscribe করবেন। এখানে
sketchware app and marquee text, apk editor সহ অনকে অ্যাপ এর টিউটোরিয়াল আছে চাইলে দেখতে পারেন।এবং সামনে আর করবো আপনারা subscribe করে সাথে থাকলে।
1●•°♧video link♤°•●