Site icon Trickbd.com

আপনার অনেক গুলো Account.? Password ভুলে যান.? এখন আর পাসওয়ার্ড ভুলার কোন সুযোগই নাই। সব পাসওয়ার্ড রাখুন সংরক্ষিত__[must_see]

Unnamed

Welcome to TrickBD
কেমন আছেন সবাই। ইনশাল্লাহ ভালই আছেন। আমিও ভাল আছি। আজ নতুন একটি Topic Password Manager নিয়ে লিখতে বসে গেলাম।
আপনার Account অনেকগুলো? Password ভুলে যান.?? আপনি ভুলে যান কিনা জানি না, আমি ভুলে যাই, এবং মেক্সিমাম মানুষই তাদের Account এর Password ভুলে যায়, যদি আপনি Password ভুলে যান, তাহলে এটি আপনার জন্য, আর যদি সব Password মনে রাখতে পারেন, তাহলে আপনাকে সেলুট.!!!
TrickBD.com
Sacrifice for Sharing Knowledge

হুম.. অনেক গুলো Account থাকাটা স্বাভাবিক, কিন্তু Password মনে রাখা অস্বাভাবিকই বটে। তাই আমি আজ এমন একটা Apps শেয়ার করব, যা আপনার সকল Account password সংরক্ষন রাখবে। আপনার Password হারাতেই দিবে না কখনও! চলুন তাহলে শুরু করা যাক__

প্রথমে Software টা Play store হতে Install করুন।

এখন নিচের Screenshot গুলো অনুসরণ করুন।
Install হয়ে গেলে প্রথমে Apps টা Open করি। Open করার পর এমন দেখাবে। এখন 6 সংখ্যার একটা পিন দুইবার দিয়ে Confirm করি।


এখন এখানে অনেক কেটাগরি দেয়া আছে, আপনি আপনার ইচ্ছা মতো Category বাচাই করুন।


আমি এখন Email কেটাগরি বাচাই করে নিলাম।

এখন + (প্লাস) চিন্হে ক্লিক করি।


এখন আপনার Gmail Name | Gamil | password দিয়ে সেভ করে দিন। অর্থাৎ Ok করুন।

এখন যদি এটি Open করি তাহলে আমি আমার Account Details দেখতে পারব।


এভাবে আপনার ইচ্ছে মতো Account & save করতে পারবেন।

[note: সুবিধা হল, আপনার Account হারানোর সম্ভাবনা নাই, যত খুশি Account Save করতে পারবেন। এবং Backup করে রাখতে পারবেন। Online & Offline দুভাবেই ব্যবহার করতে পারবেন।
]

সবাইকে ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য। আশা রাখি অনেক কাজে লাগবে সবার। আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে আবারও নতুন কোন টপিক নিয়ে। সে পর্যন্ত ভালই থাকুন।