Site icon Trickbd.com

অসাধারণ একটি Fake Notification অ্যাপ যার মাধ্যমে আপনি ফেক নোটিফিকেশন তৈরি করে স্ক্রিনে নিয়ে এসে সবাইকে অবাক করে দিন।

Unnamed

♥♥আসসালামু আলাইকুম♥♥

সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

পোস্টের বিষয়ঃ

?উপরের টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি।আজকে আমি আপনাদের সামনে অস্থির একটি অ্যাপ নিয়ে হাজির হয়েছি।যার মাধ্যমে আপনি ফেক নোটিফিকেশন তৈরি করে নোটিফিকেশন বারে নিয়ে এসে সবাইকে অবাক করে দিন।এই অ্যাপ দিয়ে যে কোন ব্রাউজার থেকে নোটিফিকেশন তৈরি করতে পারবেন।আর সেটাই আপনার স্ক্রিনে নিয়ে আসুন তো কিভাবে চলুন বেশি কথা না বলে আসল কাজে আসা যাক।

?প্রথমে playstore চলে যান তারপর নিচে দেখানো Fake Notification নামে অ্যাপটি সার্চ করে ডাউনলোড করুন।

?তারপর অ্যাপটি অপেন করুন,অপেন করলে সরাসরি নিচের মত পেজে নিয়ে যাবে।সেখানে আপনি দেখানো মত SCHEDULE লেখার উপর ক্লিক করুন।

?তারপর এরকম নিচের মত পেজ আসবে সেখানে সময়টা সেট করুন।কখন আপনার স্ক্রিনে নোটিফিকেশন টি শো করবে সেট করে ok তে ক্লিক করুন।

?তারপর নিচের মত পেজ আসবে সেখানে কোনটাতে কি করবেন স্ক্রিনশর্ট দেখুন বুঝে যাবেন।তাও বুঝাই দিচ্ছি নিচে থেকে সব ঠিক ঠাক মতে হয়ে গেলে Next এ ক্লিক করুন।
App name:প্রথম ফাকা ঘরটিতে সেটাই বসায় যেটা থেকে আপনি ফেক নোটিফিকেশন আনবেন।Youtub,messenger,message,Facebook,ইত্যাদি।আমি ফেসবুক থেকে আন ব তাই ফেসবুক লিখে দিলাম।
From:কার ওখান থেকে ফেক নোটিফিকেশন আনবেন বা কার নামে বানাবেন তার নাম লিখে দিন।আমি এক ক্লোজ বান্ধবির নাম দিলাম।
Enter message:এই অপশনে সেটাই লিখুন যেটা আপনার মূল বিষয় হবে।মানে বন্ধুদেরকে অবাক করার জন্য।দারুন কিছু লিখুন আমি সিম্পল একটু দিলাম।

?তারপর নিচের মত পেজ আসবে এখন আপনি যেটা থেকে নোটিফিকেশন নিয়ে আসতে চাচ্ছেন সেটার উপর ক্লিক করুন।আমি যেহেতু ফেসবুক দিছি তাই ফেসবুক দিলাম।

?তারপর সিলেক্ট হয়ে গেলে Go তে ক্লিক করুন।

?এখন দেখুন সময় মত নোটিফিকেশন টি চলে এসেছে যেটা ফেক হলেও আসল এর মত দেখা যাচ্ছে।এটা আপনার কোন বন্ধু দেখলে অবাক হওয়ারে কথা।যে একটা মেয়ে তোর পিকে এভাবে কমেন্ট করে।আবার এভাবে ম্যাসেজ করে।

বি:দ্রঃপোস্টটি ভালো লাগলে একটা কমেন্ট করিয়েন।

?আজ এখানেই শেষ করছি,সবাই ভালো থাকুন সুস্হ থাকুন আর নিত্য নতুন নতুন ট্রিক্স ও টিপস এবং ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডি এর সাথেই থাকুন।

♥♥♥আল্লাহ হাফেজ