Site icon Trickbd.com

আপনার পুরাতন ফোনকে কাজে লাগিয়ে কিভাবে একটি নিজস্ব Server তৈরি করবেন। যা দিয়ে ফাইল Upload & Download করতে পারবেন।

কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভাল আছেন। আমিও বেশ ভালই আছি । TrickBD এর পক্ষ থেকে সবাইকে জানাই অগ্রিম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছো। আমার পোস্টের টাইটেল দেখে হয়তো বুজতে পারছেন। কিন্তু সন্দেহ হচ্ছে, একটি Server তৈরি করা সুজা/সহজ কথা না।

কিন্তু আমি আজ দেখাব কিভাবে আপনার পুরাতন Android Phone দিয়ে নিজস্ব Personal Server বানাবেন। আগে জেনে নেই Server কি?

Server হল এমন একটি সুবিধা যার মাধ্যমে আপনি যেকোন জায়গায় বসে যেকোন সময় File( Auto | video | documen | image | other file) Upload দিতে পারবেন। এবং প্রয়োজন অনুযায়ী Download করতে পারবেন সেই ফাইলটি।

##Notice: Play store সরাসরি Download | Install করে নিন।

Step-01 :
Install হয়ে গেলে Apps টি Open করুন। এবং লাল দাগ দেয়া অংশে ক্লিক করি।

Step-02 :
এখন একটি Ip link দেখতে পাবেন। এই লিংকটি যেকোন ব্রাউজার দিয়ে Open করি অথবা নিচের Screenshot অনুসরন করি।


Step-03 :
আপনার ব্রাউজার দিয়ে Open করার পর এমন পেজ আসবে। এখানে Username: admin Password: paw দিয়ে দিন। এবং লগিন করুন। Setting থেকে password/username পরিবর্তন করে নিয়েন।

Step-04 :
অনেক গুলো Option পাবেন, যার সব গুলোই ব্যবহার করতে পারবেন। এখন থেকে আপনি Media বাচাই করে নিন। media থেকে File manager সিলেক্ট করুন। File manager থেকে sdcard সিলেক্ট করুন।


Step-05 :
কিভাবে ফাইল Upload করবেন.?? choose File এ ক্লিক করে আপনার ফাইল নিন এবং Upload এ ক্লিক করে আপলোড করুন।

Step-06 :
Download করার জন্য কোন ফাইলকে বাচাই করুন। এখন Option পাবেন, এবং Download করে নিন।

Step-07 :

Defult অবস্থায় 2MB সাইজ ফাইল আপলোড করা যায়। তাই সাইজ বাড়িয়ে নিন। এখন Paw server Apps এ প্রবেশ করুন এবং settings এ যান।



এভাবে আপনি আপনার নিজস্ব একটি Server তৈরি করতে পারবেন। পৃথিবীর যেকোন প্রান্ত থেকে এটি Access করতে পারবেন। শুধু যে Android ফোন কে Server এ পরিনত করেছেন, তাতে ইন্টারনেট কানেকশন রাখতে হবে। আশা করি বুজতে পারছেন। নাহলে তো কমেন্ট বক্স আছেই।
সবাই ভাল থাকবেন। ধন্যবাদ।