Site icon Trickbd.com

অনেকগুলো Image কে Convert করে size কমিয়ে একসাথে pdf আকারে সংরক্ষণ করুন.. [ 2GB to 23 MB ]

Unnamed

আপনাকে ট্রিকবিডিতে স্বাগতম এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা
 

পোস্টের বিষয়ঃ

?টাইটেল দেখে নিশ্চয় বুঝেছেন পোস্টটি কি নিয়ে.. আপনাদের ফোনে তো অনেক ছবি থাকে..সাধারণত ছবির সাইজ 5/6/7/8 MB এমনকি এর চেয়ে বেশিও হয়.. আপনাদের মেমোরির অনেক জায়গা দখল করে থাকে এই ছবিগুলো.. আপনাদের আজ আমি দেখাবো আপনারা কিভাবে এই ছবিগুলো pdf আকারে একসাথে সংরক্ষণ করবেন এবং সাইজও কমাবেন.. আমি 2 GB+ সাইজের ছবির সাইজ কমিয়ে 23 MB তে এনেছি..তাহলেই ভাবুন কতটা size কমে..Qyality খারাপ হয় না..

  বিঃদ্রঃ আমি search করে Trickbd তে এই app নিয়ে কোনো পোস্ট পাইনি..থাকলে জানাবেন..

চলুন শুরু করা যাকঃ


  প্রথমে নিচের লিংক থেকে App টি install করে নিন..
App Name : IMG2PDF
App Size    : 8.04 MB

 

App টি open করে Screenshot গুলো ফলো করুন..

উপরের Plus(+) চিহ্নে ক্লিক করবেন..

“ALLOW” করুন..

“Gallery” open হবে.. আপনার ইচ্ছামতো যতো খুশী ফটো সিলেক্ট করবেন..একটা Folder এর সব ফটো একেবারে সিলেক্ট করতে চাইলে উপরের দিকে 3টা ডটে ক্লিক করবেন..

“Check All” লেখায় ক্লিক করবেন..

সব Photo সিলেক্ট হয়ে যাবে..নিচের দিকের টিকচিহ্নে ক্লিক করবেন..

“CONVERT TO PDF” লেখায় ক্লিক করবেন..আর হ্যা অবশ্যই এর পাশের Compress এ টিত দিয়ে রাখবেন..

একটু অপেক্ষা করবেন pdf এ Convert হয়ে যাবে..খুব অল্প সময় লাগে.. আমার pdf টা দেখুন..

দেখুন যখন Image আকারে ছিলো তখন ছিলো 166 MB.. আর pdf এ Convert করার পর 5 MB…

আর এটা দেখুন যখন Image আকারে ছিলো তখন ছিলো 2.02 GB.. আর pdf এ Convert করার পর 23 MB…

এখন এ পর্যন্তই..কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ..কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন..
পোস্টটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন..সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

যেকোন সমস্যায় ফেসবুকে আমিঃ

 

নিয়মিত সালাত আদায় করুন এবং প্রতিদিন রোজা রাখুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন..
ধন্যবাদ..