Site icon Trickbd.com

যাদের Adfly একাউন্ট Adfly Apps দিয়ে Login করতে পারছেন না, তাদের জন্য নিয়ে নিন API সমস্যার সমাধান।

কেমন আছেন সবাই, আশা করি অনেক অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভাল আছি। আজ আমি একটা গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান দিতে চেষ্টা করব। যারা জানেন, তাদের কাছে হয়ত এটা কোন সমস্যাই না!!! কিন্তু যারা এখনও এ ব্যাপারে জানেনা, তাদের মোটামুটি বড় ধরনের সমস্যাই বটে।

হুমম.. ঠিক তাই জানলে অনেক কিছু আর না জানলে তো কথায় চলে না। Play store থাকা Adfly সফটওয়ার টা Install করার পর যখন Login করতে চাচ্ছিলাম, তখন কিছুতেই Login হচ্ছিলো না।

ঠিক এমন দেখাচ্ছিলো…..

চলুন তাহলে এই Login সমস্যার সমাধান নিই।
নিচের Screenshot গুলো অনুসরন করুন।
আপনার Defult Browser দিয়ে Adfly এ প্রবেশ করি।



Login হয়ে গেলে Tools এ প্রবেশ করি।

এখন Api Documentation এ ক্লিক করি। এবং Api Access Disable লেখা আছে। তা Enable করে দেই।

দেখুন Api Access Enable হয়ে গেছে। এখন সবসময় আপনার Account Apps এর মাধ্যমে Login করতে পারবেন।

এখন Adfly Apps এ প্রবেশ করি এবং Login করি।



[note: সফল ভাবে Login হয়েছে। ]

আজ এতটুকুই‌‌‌…. আগামী পোস্টে দেখা হচ্ছে আবারও। সে পর্যন্ত ভালই থাকুন। ধন্যবাদ সবাই কে।