Site icon Trickbd.com

মাতৃভাষা বাংলায় আরবি ভাষা শেখার জন্য আসাধারণ একটি অ্যাপ!

Unnamed

আজকে আমি আপনাদের সামনে পবিত্র রমজান মাসের শেষদিকে আমাদের মাতৃভাষা বাংলায় আরবি ভাষা শেখার জন্য অসাধারণ একটি অ্যাপের রিভিউ নিয়ে হাজির হয়েছি। আজকের এই অ্যাপটি হচ্ছে অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য যার নাম “আরবি শিক্ষা।” আমাদের মধ্যে যাদের আরবি ভাষা শেখার প্রতি আগ্রহ আছে, তাদের জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ। বিশেষ করে এই রমজান মাসে আমরা সকলেই আরবির প্রতি একটা বিশেষ গুরুত্ব দেই। এটি মূলত মাদ্রাসা লাইনে পড়ুয়াদের এবং মধ্যপ্রাচ্য গামীদের জন্য সহজে আরবি ভাষা শেখার জন্য গুরুত্বপূর্ণ অ্যাপ। আর এর বাহিরেও যারা আরবি ভাষা শিখতে চান, (যেহেতু আমরা মুসলমান) তাদের জন্যও এই অ্যাপটি অনেক কাজে আসবে। যার মাধ্যমে সহজে আমাদের মাতৃভাষা বাংলায় আরবি ভাষার বেসিক বিষয়গুলো শেখা যাবে। যা আমাদের আরবি ভাষায় কথা বলার জন্য বিশেষ ভূমিকা পালন করবে। প্রথমে অ্যাপটি এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন। তারপর অ্যাপটি সম্পর্কে নিচে থেকে কিছু স্ক্রিনশটসহ বিস্তারিতভাবে জেনে নিন।

অ্যাপটি ব্যবহারের সুবিধার্থে অ্যাপটির উপরের অংশে অর্থাৎ উপরের বারে চারটি অপশন রাখা হয়েছে যা ঠিক উপরের স্ক্রিনশটের মত। এই অপশনগুলোর প্রথমটি হলো “পাঠ্যসূচি।” যার মাধ্যমে অ্যাপটিতে থাকা বিভিন্ন পাঠগুলো আলাদা-আলাদাভাবে পড়া যাবে। দ্বিতীয় অপশনটি হচ্ছে “খুঁজুন।” যার মাধ্যমে অ্যাপটিতে থাকা পাঠগুলো সহজে খুঁজে নিতে পারবেন। তৃতীয় অপশনটি হচ্ছে “সংবাদ।” যার মাধ্যমে আরবি ভাষায় বিভিন্ন সংবাদ এবং অ্যাপটি সম্পর্কে বিভিন্ন সংবাদ জানতে পারবেন। আর চতুর্থ অপশন হচ্ছে “অন্যান্য।” যার মাধ্যমে অ্যাপটি সম্পর্কে, অ্যাপটির ফেসবুক পেজ এবং অ্যাপটির আপডেট ভার্সনসহ বিস্তারিত তথ্য জানতে পারবেন।

উপরের স্ক্রিনশটে দেখুন অ্যাপটির প্রথমদিকের সারির পাঠ্যসূচির তালিকাগুলো।

এইবার দেখুন উপরের স্ক্রিনশটে অ্যাপটির শেষদিকের সারির পাঠ্যসূচির তালিকাগুলো।

উপরের স্ক্রিনশটে দেখুন আরবি ভাষার পরিচিতি। যার মাধ্যমে আপনি সহজে জানতে পারবেন এই ভাষাটির কীভাবে উৎপত্তি হয়েছে এবং কোন কোন দেশে এই ভাষাটির প্রচলন রয়েছে ইত্যাদি, ইত্যাদি।

উপরের স্ক্রিনশটে দেখুন আরবি বর্ণগুলো কীভাবে উচ্চারণ করবেন তা বাংলা ও ইংরেজি ভাষায় বানান করে দেওয়া আছে। এছাড়াও কোন আরবি বর্ণের কোন বাংলা প্রতিবর্ণ তাও দেওয়া আছে। যেমন আরবি বর্ণ “আলিফ” এর বাংলা প্রতিবর্ণ “অ” আবার “বা” এর প্রতিবর্ণ “ব” ঠিক এইরকম। যা আপনার আরবি ভাষা শেখাকে আরো সহজ করে দিবে।

ঠিক উপরের স্ক্রিনশটের মত অ্যাপটিতে আরবি সংখ্যাগুলো বাংলা ও আরবিতে সংখ্যা এবং আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় উচ্চারণ করার জন্য বানান দেওয়া আছে।

অ্যাপটিতে আরবি বর্ণ ও আরবি সংখ্যা ছাড়াও বিভিন্ন বিষয়ের উপর আরো বিভিন্ন শব্দ রয়েছে। যেমন সাতদিনের নাম, বার মাসের নাম, ঋতুর নাম, রঙের নাম, শুভেচ্ছা বিনিময়, ব্যক্তি ও পরিবার, পশুপাখির নাম, শরীরের অঙ্গপ্রত্যঙ্গসহ বিভিন্ন বিষয়ের উপর কথোপকথন রয়েছে।

এছাড়াও অ্যাপটিতে রয়েছে সাত ঘণ্টার অডিও কোর্সসহ ভিডিও টিউটোরিয়াল। অ্যাপটিতে উক্ত অডিও কোর্স এবং ভিডিও টিউটোরিয়ালসমূহ দেখতে আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে। আর অন্যান্য ফাংশনগুলোর সময় প্রয়োজন হবে না। অর্থাৎ অন্যান্য ফাংশনগুলো অফলাইনেই ব্যবহার করতে পারবেন।

আজকের মত আমার পোস্টটি এখানেই শেষ করলাম। তো কেমন লাগল আমার আজকের এই অ্যাপ রিভিউ সম্পর্কিত পোস্টটি, তা কিন্তু কমেন্ট/মন্তব্য করে জানাতে ভুলবেন না।

সৌজন্যে – আমার তৈরি করা সকল পোস্ট ও অন্যান্য দরকারি বিষয়ক পোস্ট পেতে আমার ব্লগ সাইটে – www.OwnTips.ml ভিজিট করুন এবং বাংলাদেশি ডেভেলপারদের তৈরি করা সফটওয়্যার ও গেমস সম্পর্কে জানতে www.BanglarApps.ml সাইটে ভিজিট করুন।