Site icon Trickbd.com

SharEit এর দিন শেষ!!! এবার সব থেকে সহজ উপায়ে দ্বিগুন গতিতে ফাইল ট্রান্সফার করুন । তাও আবার নিজের ফোন দিয়ে ইচ্ছে মতো কন্ট্রোল করেই ।‌

Unnamed

কেমন আছেন সবাই.?? ইনশাল্লাহ্ ভালই আছেন। আমিও ভাল আছি। আজ আর তেমন কথা বাড়াবো না, সরাসরি চলে যায় মূল টপিকে….!!!
টাইটেল দেখে হয়তো আপনার বুঝার বাকি থাকার কথা না। না বুঝলেও কোন সমস্যা নাই, আমি তো আছি বুঝাবার জন্য। তাই নয় কি!!!

আমরা সবাই File আদান-প্রদান করার জন্য বেশির ভাগ সময় কি ব্যবহার করে থাকি..? আপনি বলবেন SharEit.. হুমমম…. ঠিক তাই, আমিও এটাই বলতাম। যদিও এটার জনপ্রিয়তা কম নয়।

কিন্তু আপনি কি এক সাথে অনেকের সাথে ফাইল আনা-নেয়া করতে পারেন.??? উত্তর না.!!!!
আপনি কি 1GB 3 minute এ ট্রান্সফার করতে পারেন.??উত্তর না….!!!

হুমমম..‌ কিন্তু আজ আমি দেখার কিভাবে এক সাথে অনেকের সাথে ফাইল আদান প্রদান করতে পারবেন। মজার বিষয় হল..‌ যে আপনি অন্য ফোন থেকে আপনার ফোন দিয়েই সব কিছু বেছে বেছে নিতে পারবেন। এতে ওই ফোনটা ধরতে হবে না।

প্রথমে নিচের লিংক থেকে Install করে নিই।

এখন নিচের নিয়ম গুলো অনুসরন করতে থাকি।
Note: আপনার বন্ধুর ফোনের কাজ!!!
মোবাইল হটস্পট On করুন।

এখন Apps টাতে প্রবেশ করুন।



এখন আপনার ফোনের কাজ….
Wifi On করুন। এবং আপনার বন্ধুর ফোনের সাথে কানেক্ট করুন।

আপনার Browser | Chrome এ প্রবেশ করুন। এবং আপনার বন্ধুর ফোনে একটা IP Address পাইছিলেন, তা লিখুন।
http://192.168.43.1:1234

এবার এরকম পেজ আসবে…

এবার আপনার পছন্দ মতো ফাইল বেছে Download করে নিন।


বাকিটা একবার ব্যবহার করলেই বুজে যাবেন। যদি ভাল লাগে.‌‌‌তাহলে একটা কমেন্ট প্লিজ…..

সবাই ভাল থাকবেন। Technology এর সাথে থাকুন…‌পাশাপাশি ট্রিকবিডি তে আপনার মেধা শেয়ার করুন।‌
ধন্যবাদ সবাইকে…!!
..:)(::..