আপনাকে ট্রিকবিডিতে স্বাগতম
আজকের পোস্টের বিষয়ঃ
?এখন তো সবার ইন্টারনেট ছাড়া একমূহুর্তও চলেনা.. কিন্তু এই ইন্টারনেট চালাতে গেলে যখন বেশি বেশি নেট খরচ হয় তখন কেমন লাগে?? আমরা বিভিন্ন App ব্যবহার করি যেগুলোতে ইন্টারনেট এর কোন প্রয়োজন নেই.. কিন্তু Data Connection On করলেই এই App গুলো MB ব্যবহার করতে শুরু করে এবং বিভিন্ন Ad Show করে.. এই Ad গুলো Show করতেই MB খরচ হয়.. আবার আমরা যখন একটি app ব্যবহার করি তখন অন্য app ও MB ব্যবহার করতে শুরু করে.. ফলে Extra MB খরচ হয়..আজ এই সমস্যারই সমাধান নিয়ে হাজির হলাম.. যে App নিয়ে আলোচনা করছি তার নাম Datally.. এটি Google এর একটি app.. এই App দিয়ে আপনারা Manage করতে পারবেন কোন App Data ব্যবহার করবে এবং আপনার Data Limit Set করতে পারবেন.. কখন কোন App কত MB ব্যবহার করলো তা দেখতে পারবেন..
চলুন শুরু করা যাকঃ
প্রথমে নিচের লিংক থেকে App টি install করে নিন..
App Name : Datally
App Size : 5.14 MB
যেকোন একটা Option এ ক্লিক করুন..
এখানে আপনারা 6 টি Option দেখতে পাবেন..
1.Manage Data
2.Daily Limit
3.Bubble Tracker
4.Unused Apps
5.Guest Mode
6.Find Wi-Fi
আর SS এ 7 নাম্বার যেটা দেওয়া সেটা Data Saver ON করার..
Manage Data তে আপনি দেখতে পারবেন আপনার কোন app কবে কত MB Use করেছে.. এবং আপনি Manage করতে পারবেন কোন App কে Data ব্যবহার করতে দিবেন এবং কোন App কে Data ব্যবহার করতে দিবেন না মানে ঐ App এর জন্য Data Block করবেন..
SS এ দেখানো স্থানে ক্লিক করে Data Saving ON করে নিবেন..
তাহলে প্রতিটা App এর পাশে তালার মতো চিহ্ন দেখতে পাবেন.. ঐ তালাতে ক্লিক করে আপনি ঐ app এর জন্য Data On বা Off করতে পারবেন.. আমি আমার Keyboard এর Data Block করে দেখাচ্ছি..
Daily Limit থেকে আপনি আপনার প্রতিদিনের Data Limit Set করতে পারবেন.. আপনি প্রতিদিন কত MB ব্যবহার করতে চান তা এখান থেকে Set করতে পারবেন..আপনি আপনার Data Limit এ পৌঁছে গেলে Data off হয়ে যাবে automatically এবং আপনাকে Data Warning দিতে থাকবে..
Bubble Tracker এর সাহায্যে আপনি দেখতে পারবেন কখন কোন app কত MB ব্যবহার করলো এবং আপনি সেই App কে Data ব্যবহার করতে দিতে চান নাকি চাননা..
Guest Mode দিয়ে আপনি আপনার কোনো নির্দিষ্ট সময়ের Data Limit Set করতে পারবেন.. মনে করুন আপনি এখন Data on করে 100 MB ব্যবহার করতে চান.. তাহলে আপনি 100 MB ব্যবহার করার পরেই Data Connection Off হয়ে যাবে..
এখন এ পর্যন্তই..কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ..কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন..
পোস্টটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন..সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন
যেকোন সমস্যায় ফেসবুকে আমিঃ