আমি মুবিন, ট্রিকবিডিতে “ব্যাসিক লিনাক্স” নিয়ে এর আগে চার পর্বের সিরিজ পোস্ট করেছিলাম নিয়ে। তারপর দীর্ঘ বিরতীতে যাওয়ার পর আবারো হাজির হলাম এন্ড্রয়েড ব্যাবহারকারীদের জন্য আমার নিজের তৈরী একটি দারুন “বাংলা কিবোর্ড” নিয়ে। কিবোর্ডটির নাম Borrno Bangla Keyboard।
আমরা যারা অনলাইনে বাংলা লেখাটাকে পছন্দকরি তারা সাধারণত কমন কিছু বাংলা কিবোর্ড ব্যাবহার করি। কিন্তু এইসকল কিবোর্ডগুলির একটা সমস্যা হলো কিবোর্ড থিম বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায়না। আর গেলেও সাধারণত ২/৩টার বেশি ব্যাকগ্রাউন্ড থাকেনা। তাছাড়া যারা একটু সৌখিন তারা নানা রকম বাহারি ব্যাকগ্রাউন্ড ছবি ব্যাবহার করতে পছন্দ করেন।
ডাউনলোড লিংকঃ Download Link
দেখে নিন কিবোর্ডটির কিছু থিমঃ
রয়েছে 900+ ইমুজিঃ
ফিচারঃ
-> 900+ ইমুজি
-> ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার সিস্টেম
-> অনেকগুলি সুন্দর সুন্দর থিম
-> বাংলা ইংলিশ ওয়ার্ড সাজেশন
-> প্রেস করেই ল্যাঙ্গগুয়েজ পরিবর্তন
-> অভ্র লেআউট
-> বাংলা লেআউট (জাতীয়)
আশা করবো এই কিবোর্ডটি আপনাদের সবারই অনেক ভালোলাগবে। আপনারা সবাই যদি কিবোর্ডটি ডাউনলোড করেন, শেয়ার করেন, ভালো রেটিং আর রিভিও করেন তাহলে আমি অনেক উৎসাহ পাবো এবং ইনশায়াল্লাহ “এন্ড্রয়েড ডেভেলাপিং” এবং এন্ড্রয়েড এপ দিয়ে টাকা আয়ের উপর ভালোমানের সিরিজ টিউটোরিয়াল পোস্ট করবো। এবং লিনাক্স এবং লিনাক্স ব্যবহারের উপর খুটিনাটি নিয়েও সিরিজ পোস্ট করবো। নাহয় তেমন উৎসাহ পাবোনা আপনাদের ভালো মানের কিছু দেয়ার।
ডাউনলোড করতে Play store এ সার্চ দিন “Borrno Bangla Keyboard” লিখে বা এই লিঙ্ক এ যান।
ফেজবুকে পেতেঃ facebook page
এপটি নতুন, ইনশায়াল্লাহ পরবর্তীতে আরো ফিচার এতে এড করার ট্রাই করবো। কিবোর্ডটি কেমন হলো তাছাড়া কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাতে ভুলবেননা। ধন্যবাদ সবাইকে…
দেশি এপ’কে প্রমোট করুন…