আপনাকে ট্রিকবিডিতে স্বাগতম
পোস্টের বিষয়ঃ
? আপনারা হয়তো অনেক retouch এর app দেখেছেন… আপনারা সবাই নিশ্চয়ই Touch Retouch App টা দেখেছেন.. আজ যে app টা দেখাবো সেটাও ঐ app এর মতোই প্রায়.. কিন্তু এটার ফিচার কিছু বেশি এবং ঐ এপের সাইজের চেয়ে সাইজও কম.. এটা নতুন একটা এপ এবং retouch এর জন্য আমার দেখা সবচেয়ে বেস্ট এপ..
চলুন শুরু করা যাকঃ
প্রথমে নিচের লিংক থেকে App টি install করে নিন..
App Name : Remove Unwanted Content of Image
App Size : 12.15 MB ?
App open করলে নিচির ss এর মতো ইন্টারফেস দেখতে পাবেন.. “Image এ ক্লিক করবেন..
Permission চাইবে “ALLOW” করবেন..
এখানে আপনাকে টিউটোরিয়াল দেখাবে.. “Het Start” এ ক্লিক করবেন..
এখানে 3টি অপশন পাবেন.. Object remove দিয়ে আপনি আপনার ফটোর যেকোন Object মুছে ফেলতে পারবেন.. Quick remove দিয়ে আপনি সরাসরি কোন Object remove করতে পারবিন.. Clone Stamp দিয়ে কোনো Object কপি করতে পারবেন..
“Object Remove” এ ক্লিক করুন..
Brush এবং Lasso টুল দিয়ে আপনারা কোনো Object Select করতে পারবেন.. Settings থেকে Brush Size সিলেক্ট করতে পারবেন..
“Object” Select করা হয়ে গেলে “GO” তে ক্লিক করবেন..
দেখুন ঐ Object আর নাই.. “Next” এ ক্লিক করবেন..
এখানে আপনারা আরো বিভিন্ন অপশন পাবেন… ফটোর Color, Brightness, Contrast etc. Adjust করতে পারবেন..Effects দিতে পারবেন.. ফটোতে লিখতে পারবেন এবং sticker লাগাতে পারবেন.. পটো সেভ করতে চাইলে ss এ মার্ক করা জায়গায় ক্লিক করবেন..
এবার “Quick Remove” এর কাজ দেখাচ্ছি..
দেখুন সুলেক্ট করার সাথে সাথে সরাসরি অবজেক্ট রিমুভ হয়ে যাচ্ছে..
এখন এ পর্যন্তই..কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ..
কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন..সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন
যেকোন সমস্যায় ফেসবুকে আমিঃ