Site icon Trickbd.com

জেনে নিন পৃথিবীর সর্বশেরা ৫টি হ্যাকিং এবং স্পাইং এন্ড্রয়েড অ্যাপ সম্পর্কে

Unnamed

প্রথমে আছে আমার অনেক পছন্দের আর সবচেয়ে শক্তিশালী অ্যাপ

Mobile Tracker Free

##Root+Nonroot
##Internet connection required

এই অ্যাপ দিয়ে মোবাইল এর সামনের/পিছের ক্যামেরা,মাউথ স্পিকার থেকে প্রায় সব কিছু স্পাই করতে পারবেন।
অ্যাপ এ অনেক কিছুর পারমিশন দেওয়া লাগে।
তাই যার মোবাইলে স্পাই করবেন তার মোবাইল টা ৫-১০মিন আপনার হাতে রাখতে হবে।
অ্যাপ টা ২ঘন্টা পর পর ভিক্টিম এর ফোন থেকে স্ক্রিনশট নিবে।
আপনি চাইলে যেকোনো সময় তার ছবি ও তুলে পারেন
আর এই অ্যাপ এ ফিচার+সেটিংস অনেক তাই এইটা সেট করা এবং ফিচার সম্পর্কে বিস্তারিত আরেক টা পোস্ট লিখে দিব
সাইট লিংক – https://mobile-tracker-free.com
ভিক্টিম এর মোবাইলে এই লিংক এ গিয়ে
> install application Free
> Download Apk
এখানে গিয়ে ডাউনলোড করে যা যা চাইবে সব কিছু অন করে আপনার ইমেইল দিন
কিছুক্ষণ পর আপনার ইমেইল এ একটা লিংক যাবে
লিংক এ ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে
আপনার মোবাইল থেকে>

https://mobile-tracker-free.com এখানে লগইন করুন।

কিছু ফিচার

1: Social app message(fb,viber,skype,etc) 2: Live View 3: ClipBoard,Screenshot 4: Remote Control 5: Block Number,App,Site



দ্বিতীয় স্থান এ আছে

FreeAndroidSpy

##Root+Nonroot
##Internet connection required

অন্য সব স্পাই ওয়েব সাইটে ফ্রি আপনাকে ৩দিন বা ৭দিন চালাতে দিবে
কিন্তু এই সাইট একবার ইন্সটল দিল আজীবন চলবে
কিন্তু কিছু ফিচার চালাতে হলে আপনাকে অ্যাপ টা টাকা দিয়ে প্রিমিয়াম এ আপগ্রেড করতে হবে।
অ্যাপ সেট আপ করার নিয়ম –
ভিক্টিম এর ফোনে www.spysetup.com
এই সাইট থেকে অ্যাপ টা ইন্সটল করে আপনার ইমেইল দিয়ে লগইন করুন
তারপর আপনার ফোন দিয়ে https://my.freeandroidspy.com/login এই সাইটে যান এখান থেকে i Dont have password এ যাবেন অ্যাপ এ দেওয়া আপনার ইমেইল দিয়ে সেন্ড দিবেন
ইমেইলে একটা লিংক যাবে ঐ লিংক এ ক্লিক করে পাসওয়ার্ড সেট করে লগইন করুন।
ভিতরের সব কিছু লোড হতে ৩০মিনিট লাগতে পারে

কিছু ফিচার

1: Call History 2: Sms History 3: Contact List 4: Gps Location 5: Images





তৃতীয় স্থান এ আছে।

dSploit

##Root

Download Apk(6mb)

ধরেন আপনার বন্ধুরা আপনার ওয়াইফাই চালাচ্ছে বা আপনি ওদের ওয়াইফাই চালাচ্ছেন
তখন আপনি এই অ্যাপ দিয়ে তাদের ওয়াইফাই ডিসকানেক্ট বা তাদের কোনো নির্দিষ্ট সাইটে রিডাইরেক্ট এর সাথে আরো অনেক কিছু করাতে পারবেন।
এইটাতে এমন ফিচার ও আছে যেগুলা দিয়ে আপনার শত্রুর ওয়াইয়াই পাসওয়ার্ড জানলে অ্যাপ দিয়ে তার ক্ষতি ও করতে পারবেন।

কিছু ফিচার

1: Kill Connection
2: Password & Cookies
3: Inspector
4: Login Cracker
4: Script Injector
5: Redirect Link 




চতুর্থ স্থান এ আছে

Cryptography

##Nonroot

Download Apk(14mb)

এই অ্যাপ দিয়ে আপনি যেকোনো ম্যাসেজ বা লেখা কে ENCRYPT করে একটা কোড এর মাধ্যমে পাঠাতে পারবেন
লেখা বদলে কোড বানানোর অনেক গুলা ফিচার আছে
প্রতিটা ফিচার লেখা গুলো কে এক এক ভাবে পরিবর্তন করে
আর এই কোড আসল লেখায় ফিরিয়ে আনতে (DECRYPT) করতে এই আপ্পটির ই প্রয়োজন হবে
অ্যাপ ব্যবহার করার নিয়ম :
সবচেয়ে সহজ হবে ENCODING এর প্রথম ৫টির যেকোনো একটা ফিচার ব্যাবহার করেন।

মনে রাখবেন যেই অপশন দ্বারা Encrypt করবেন সেই অপশন দিয়েই Decrypt করতে হবে
প্রথমে একটা অপশন এ ঢুকুন
তারপর Input Field এ আপনার ম্যাসেজ লিখে নিচে! Encode এ ক্লিক করবেন


তারপর Output Field এ আপনার লিখাটি কোড এ পরিনিত হয়ে আসবে
কোড কে আবার আপনার লেখায় নিয়ে আনতে

+ চিহ্নে চাপ দিয়ে কোড কপি করুন

আবার Input Field এ আপনার কোড দিয়ে Decode এ ক্লিক করবেন
তারপর Output Field এ আপনার ম্যাসেজ টি পেয়ে যাবেন


পঞ্চম স্থান এ আছে

Android Monitor

এই অ্যাপ টা আগের FreeAndroidSpy কম্পানির তৈরি।
আগের টা তে প্রিমিয়াম না করলে সোশ্যাল অ্যাপ এর ম্যাসেজ দেখতে পারবে না
কিন্তু তা এই সাইটে ফ্রি দেখতে পারবেন।
এইটা ২৪ঘন্টা পর নতুন আপডেট হয়ে আগের হিস্ট্রি ডিলেট করে দিবে।
জনপ্রিয় অনেক সোশ্যাল অ্যাপ এর ম্যাসেজ দেখতে পারবেন। যেমন ফেইসবুক,হোয়াটস অ্যাপ,লাইন,ভাইবার। আরো অনেক।
যেভাবে সেটআপ করবেন – www.installam.com
এই সাইট থেকে অ্যাপ টা ইন্সটল করুন
সব কিছু টিক দিয়ে আপনার ইমেইল দিয়ে লগইন করুন।
তারপর আপনার ফোন দিয়ে https://my.androidmonitor.com
এই সাইটে যান
এখান থেকে i Dont have password এ যাবেন আপনার অ্যাপ এ দেওয়া ইমেইল দিয়ে সেন্ড দিবেন
ইমেইলে একটা লিংক যাবে ঐ লিংক এ ক্লিক করে পাসওয়ার্ড সেট করে লগইন করুন।
সব কিছু লোড হতে ৩০মিনিট লাগতে পারে

কিছু ফিচার

1: Social App Message/call History 2: Email Account 3: Browser Bookmark 4: Video/Audio file 5: Gps Location




জরুরী বিজ্ঞপ্তি

অ্যাপ ইন্সটল করার সাথে সাথে হাইড হয়ে যায় তাই ইন্সটল করে ঐখান থেকেই ওপেন করে সব সেট করে ইমেইল লিখে বের হবেন।
আর অ্যাপ ইন্সটল এর পর গুগল প্লে প্রোটেক্টেড অফ করতে হবে।
নইলে গুগল ভিক্টিম এর মোবাইলে নোটিফিকেশন পাঠিয়ে দিবে যে এই অ্যাপ টা বিপদজনক আর উনি আনইন্সটল করে দিবে।
যেভাবে গুগল প্রোটেক্টেড অফ করবেন

প্রথমে Settings এ যান
 নিচে স্ক্রোল করে Google এ যান
 নিচে স্ক্রোল করে Security তে যান
 Google Play Protect এ চাপ দিয়ে অফ করে দিন।


আমার ফোন ননরুট আর আপনাদের সুবিধার জন্য কিছু স্ক্রিনশট গুগল থেকে নিছি

ADD ME ON FB