Site icon Trickbd.com

Unlimited Email Address নিন তাও আবার Permanent.. সারাজীবণ ব্যবহার করতে পারবেন..

Unnamed

আপনাকে ট্রিকবিডিতে স্বাগতম
 

আজকের পোস্টের বিষয়ঃ


 ? আপনাদের বিভিন্ন একাউন্ট ভেরিফিকেশন এর জন্য Email লাগে..কিন্তু এতো Email পাবেন কই?? আপনারা অনেকে এজন্য fake email ব্যবহার করেন.. তবে কি হয় সে ইমেইল গুলো টেম্পোরারি.. পারমানেন্টলি ব্যবহার করতে পারেন না.. আর একসাথে একটা ইমেইল ব্যবহার করতে পারেন.. কিছু কিছু সাইট/এপ তো একটা ইমেইল একাধিক জনকে দেয়.. আমিও দেখেছি.. এককালে এরকম fake email দিয়ে fb account খুলে পরে দেখি name & password changed.. ?? আর আপনারা হয়তো নিজের ইচ্ছামতো ইউজারনেমে অনেক সাইট/এপ থেকে ইমেইল নিতে পারেন না.. আজকে আমি আপনাদের যে app দেখাবো.. এটা দিয়ে আপনারা Unlimited ইচ্ছামতো Username দিয়ে Permanent Email নিতে পারবেন..

চলুন শুরু করা যাকঃ


  প্রথমে নিচের লিংক থেকে App টি install করে নিন..
App Name : Spambox
App Size     : 7.64 MB ?

 

App টি open করে Screenshot গুলো ফলো করুন..

এখানে প্রথমেই আপনি একটা ইমেইল এড্রেস পাবেন.. ইনবক্স দেখতে “Open Inbox” এ ক্লিক করুন..

এখানে আপনার কোন মেইল এলে দেখতে পাবেন.. মেন্যুতে যেতে উপরের তিনটা ডটে ক্লিক করুন..

এখানে আপনার কোন ইমেইলটি একটিভ আছে দেখতে পাবেন.. ইমেইলটিতে ক্লিক করলেই ইমেলটি কপি হয়ে যাবে.. সেটিংসে যেতে “Settings/Tools” এ ক্লিক করবেন..

Random/Automatically কোন একটা ইমেইল এড্রেস পেতে চাইলে Generate এ ক্লিক করবেন..আর আপনার ইচ্ছামতো কোন ইউজারনেমে ইমেইল নিতে চাইলে @spambox.me এর আগে আপনার ইউজারনেম লেখবেন..

দেখুন আমি খুললাম trickbd@spambox.me এভাবে Email Address দেওয়া হয়ে গেলে Change এ ক্লিক করুন..

যদি ইমেইল এড্রেসটি aviable থাকে তাহলে ইমেইলটি একটিভ হয়ে যাবে.. নাহলে দেখাবে address টি aviable নয়..

আপনি কোন address delete করতে চাইলে email address টি activate করে delete এ ক্লিক করবেন.. আর যনি আপনি একাধিক address নিয়ে থাকেন এবং তাদের মধ্যে একটা activate করতে চান তাহলে Switch এর পাশে ক্লিক করবেন..

দেখুুন আমি 2টা address নিয়েছি তাই 2টা দেখাচ্ছে আপনারা যে কয়টা নিবেন সে কয়টার লিস্ট দেখাবে.. যেটা active করতে চান সেটার ওপর ক্লিক করবেন..আমি trickbd@spambox.me এইটাই সিলেক্ট করলাম..

এবার Switch এ ক্লিক করতে হবে..

আগেই বলেছিলাম এটা আপনারা পারমানেন্টলি ব্যবহার করতে পারবেন.. তো আপনারা এপটা আনইনস্টল করে দিলে কিংবা অন্য  ফোনে ব্যবহার করতে চাইলে কিভাবে এই একাউন্ট আবার ফিরে পাবেন.??
এখন সেটাই দেখাবো..
এখানে “Generate” এ ক্লিক করবেন..

নিচের ss এর মতো একটা Code কপি হবে… Code টা আপনারা কোথাও সংরক্ষণ করে রাখুন.. আমি আমার Note এ সেভ করলাম..

পরে আপনারা ঐ ইমেইলটি পেতে চাইলে সেটিংসে গিয়ে Import এর পাশের বক্সে Code টি Paste করে Import এ ক্লিক করবেন..

আমি আমার এই Code টি দিয়ে দিচ্ছি.. আপনারা Import করে দেখবেন সত্যিই কাজ করে কিনা.. নিচের বক্স থেকে কোডটি কপি করে নিন..
trickbd@spambox.me:a7a24ed3-248c-495f-ad0f-8dce7e12bdb6:bf336849624a4635d221cc329e9c0e27fc4944a3f78bd3d574f70c2709f82602

এবার একটা মেইল পাঠিয়ে আপনাদের দেখাই মেইল রিসিভ করে কিনা..

দেখুন 2টা মেইল এসেছে..আমি 2 বার মেইল পাঠিয়েছি.. মেইল দেখতে নিচের দিকে Swipe করুন..

দেখুন ঐ ইমেইল টাই..

মেইল ডিলেট করতে চাইলে উপরের এই ডিলিট আইকনে ক্লিক করবেন..

এখন এ পর্যন্তই..কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ..
কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন..সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

যেকোন সমস্যায় ফেসবুকে আমিঃ