[Root+No Root] [4.4.2-8.1]নিয়ে নিন স্টক রম এর স্টক File Explorer App যা অনেকেই খুজছেন। সমস্ত স্টক এবং কাস্টম রম ইউজার দের জন্য।
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ,
.
.
(প্রথমেই কিছু কথা বলে নেইঃ
ট্রিকবিডির সব ভালো ভালো ট্রেইনার গুলোকে আর খুজে পাওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে।
যেমনঃ
রিয়াদ ভাই (RiadRox)
শুভ ভাই (Sorowar)
সুজন ভাই
আরও অনেক। আমরা চাই আপনারা আবার ফিরে এসে ভালো ভালো মানসম্মত পোষ্ট উপহার দিন।
ইদানিং কোন ভালো ভালো পোষ্ট ও হচ্ছে না। দিনে ৩-৪টা মাত্র হচ্ছে তাও আবার মানহীন। আর যেগুলোও অনেক নতুন ট্রেইনার করছেন শুধুমাত্র আয়ের উদ্দেশ্যে যা তাদের পোষ্ট এবং তার কমেন্ট দেখলেই ভালো বোঝা যাচ্ছে। তাই বলব যে নিঃস্বার্থ ভাবে পোষ্ট গুলো করুন। এবং সবাইকে ভালো ভাবে, ভালো ভালো, পোষ্ট উপহার দিন)
.
.
.
.
.
p
আপনাদের মাঝে আজও বকবক করতে হাজির আমি মোঃ তুষার আলম জয়।
.
.
?????
.
টাইটেল দেখে হয়তো বুঝেই গেছেন যে পোষ্ট টা কি বিষয়ে…
।
আজকে অনেকদিন পর একটা Apps Review নিয়ে হাজির হলাম..
তাও আবার ফোনের স্টক File Manager এর।
।
আমাদের অনেকের ই স্মার্টফোনের কিছু নিজস্ব ফাইল ম্যানেজার আছে। আমার মতো আবার অনেকের ই তাদের নিজদ্ব ফাইল ম্যানেজার পছন্দ হয় না।
তাই সবাই Google, Play Store ইত্যাদিতে খোজে পছন্দ মতো একটা File Explorer ডাউনলোড করার জন্য।
কিন্তু অ্যাপ ডেভেলপার রা তো আর ফোনের স্টক অ্যাপ গুলো সহজে আপলোড দেয় না।
তাই পরে যেতে হয় অনেক বিপদে।
অনেক সময় নষ্ট।
অনেক মেগাবাইট নষ্ট।
ইত্যাদি ইত্যাদি।
।
আমি নিজেও আগে এসব স্টক অ্যাপ ডাউনলোড করার জন্য কতো চেষ্টা করেছি। কিন্তু দুঃখের বিষয় হলো পারি নি।
।
।
এছাড়াও কাস্টম রম ইউজার দের কথা তো বললাম ই না। কাস্টম রম এ ফোনে ভালো কোন ফাইল ম্যানেজার ই ইন্সটল্ড থাকে না।।।
।
আমি নিজেও যতোগুলো রম ট্রাই করেছি, একটাতেও পছন্দ মতো ফাইল এক্সপ্লোরার পাই নি।
।
।
অনেকেই আছেন, যারা ES File Explorer ইউজ করেন। কিন্তু সমস্যা টি হলো এই ফাইল এক্সপ্লোরার তো আর স্টক এর স্বাদ দিতে পারবে না।
এবং ES file Explorer এখন অনেক বেশি সাইজ এর এবং LOW RAM এর ডিভাইস এ ব্যাবহার করা একটু কষ্টের।
।
তাছাড়াও অনেক ফাইল ম্যানেজার এ অনেক অ্যাড আসে, এবং পারমিশন এ সমস্যা হয় যা রীতিমতো বিরক্তি কর।
.
তো অনেক কষ্টের পর একটা ফোন এ দেখলাম নিজস্ব ফাইল ম্যানের টাও শেয়ার করা যায়। এবং Deodex করা।
সুতরাং ভাবলাম যে এটি নিশ্চয় আমার ডিভাইস এও কাজ করবে।
।
তাই সাথে সাথে নিয়ে ইন্সটল দিতে গিয়ে দেখি ইন্সটল ও হলো।
।
ওপেন করে তো আমি দেখি আমার ফোনেও সেই সেম স্টক ফাইল ম্যানেজার।
।
তো অনেক খুশি খুশিই লাগলো দেখে।
এতোদিন পর তো একটা কাজের জিনিস পেলাম।
।
।
তো ভাবছি আপনাদের সাথেও শেয়ার করি, কারণ হয়তো আমার মতো
অনেকেই সমস্যা টা উপলব্ধি করেছেন….
.
অনেক বক বক করলাম….
কারোর খারাপ লাগলে আমি খুব দুঃখিত…
.
এবার কাজের কথায় আসি….
App সম্পর্কে কিছু তথ্য জেনে রাখা ভালো।
।
About App
#App Name — :File Explorer
#App Version—- :Stock
#SDK version— :19 (Minimum)
#Android Version-: 4.4.2+ – 8.1
#Developer——: AOSP
#Ported From—-: Walton Primo EF7
#App Size ——-: 2.5MB
.
.
What’s New…???????
Added Catagory Wised File
Added Zip Category
Added Documents Category
Added Wifi Ftp Server
Smooth Animation
Fast & Lite user Experience.
Better Icons.
।
।
App টি সমস্ত কিটক্যাট থেকে ৮.১ অরিও পর্যন্ত ব্যাবহার করা যাবে।
আসাকরি অ্যাপ টি ব্যাবহার করে সবাই উপকৃত হবেন।
।
অ্যাপ এর কিছু ScreenShots
.
.
.
.
.
.
.
Download Link
Download From : Stock Aosp File Manager 4.4+
Size———-:2.8MB
Server——–: Google Drive
.
.
আজ আর না। অনেক কথা হলো
ধন্যবাদ সম্পুর্ন পোষ্ট টি পড়ার জন্য।।
।।
Credit: Md Tushar Alam Joy
।
।
।
আর কোন সমস্যা হলে কমেন্টে যানাবেন।
।
This is Md. Tushar Alam Joy,
???Signing Out….. ??