Site icon Trickbd.com

চোর তো দূরের কথা চোরের বাপ ও বা কেউ আপনার মোবাইল ফোন বন্ধ করতে পারবে না।আপনার মোবাইলের জন্য গুরুপ্তপূর্ণ সিকিউরিটি।

Unnamed

হ্যালো ফেন্ডস

আশা করি সবাই ভালো আছেন।
সো বন্ধরা আমরা সাধারণত আমাদের
মোবাইল ফোন সেফটির জন্য অনেক ধরণের
অ্যাপস ব্যবহার করে থাকি।কিন্তু
আজকে আপনাদের এমন একটি অ্যাপসের
সাথে পরিচয় করিয়ে দেবো। অ্যাপস টি সেট আপ করলে চোর তো দুরের কথা চোরের বাপ ও আপনার মোবাইল বন্ধ করতে পারবে না।কারণ বন্ধ যদি না করতে পারে তাহলে খুব সহজে আপনি জি মেইল দিয়ে ট্রাকিং করে দেখে নিতে পারবেন এই মুহূর্তে আপনার মোবাইল কোথায় আছে।সাধারণত আমরা কোথাও ঘুরতে বা বেড়াতে যাই ট্রাফিক অবস্থায় মোবাইল ফোন হারিয়ে যেতে পারে।কিন্তু যে মোবাইল টি নিবে সে আপনার মোবাইল টি অফ করে দিবে।কিন্তু এই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার মোবাইলের পাওয়ার বাটন টি লক করে রাখতে পারবেন,যার মাধ্যমে সে এক বা একাধিকবার পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করবে তখন মোবাইল টি এমটি এমারজেন্সি কল চাইবে যার কারণে সে আপনার মোবাইল ফোনটি অফ করতে পারবে না।

তো বন্ধুরা চলুন টিউন টি শুরু করা যাক।টিউন টি শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ আপনারা সবাই আমার চ্যানেল টা Subscribe করে আসুন। বন্ধুরা বেশি সময় লাগবেনা।

প্রথমে আপনি playatore থেকে locklo এই অ্যাপসটি ডাউনলোড করে নিন।
তারপর ওপেন করুন এবং ভাষা English select করে দিন।

এখান থেকে যে কোন একটা প্যাটান, পিন, পাসওয়ার্ড সিলেক্ট করে দিন।

আমি পিন দিয়ে আপনাদের দেখাচ্ছি।যে কোন একটা পিন দিন এবং কনফার্ম করার জন্য পূর্ণরায় আবার পিন দিন।

তো আপনি মনে করে পাসওয়ার্ড ভুলে গিয়েছেন তখন কি করবেন।
এখানে আপনার প্রিয় খাবার বা আপনার নাম দিন।

তারপর আপনার সামনে এমন একটা পেজ আসবে।সেখান থেকে Power Lock Select করে দিন যেহেতু আমার মোবাইল টি অফ করতে দিবো না।

এখানে মেইন কাজ গুলো।
Power Lock টি অন করে দিন।
Max.incorrect attempts 1 select করে দিন।
Lock Phone 120 Second করে দিন বা 30,60,90 এ গুলো আপনার ইচ্ছা যা খুশি দিতে পারেন।

এখন আপনি একটু পরিক্ষা করে দেখুন পাওয়ার বাটন সেপে মোবাইল টি অফ করে যান।ঠিক আপনার সামনে এমন ভাবে লক চলে আসবে।

ভুল দিলে নিচের মতো আসবে মানে এখন কিন্তু আপনার মোবাইল টি অফ করতে পারবে না আর অফ না করতে পারলে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন আপনার মোবাইল কোথায় আছে।
ভুল পাসওয়ার্ড দিলে এমন আসবে।

যখন আপনি অফ করবেন এবং সঠিক পাসওয়ার্ড দিবেন তখন মোবাইল টি অফ করতে পারবেন।
নয় তো মোবাইল টি চুরি বা হারিয়ে গিলে সে অফ করতে পারবে না।সঠিক পাসওয়ার্ড দিলে মোবাইল টি অফ করা options আসবে।

এরপর যদি না বোঝেন তাহলে নিচের ভিডিও টি দেখতে পারেন
সময় পেলে একটা Subscribe করে আসুন।

তো বন্ধুগন আশা করি সবার টিউন টি ভালো লেগেছে।টিউন টি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যানাবেন। আর কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।সমস্যা টি ঠিক করে দেওয়ার চেষ্টা করবো।

এই টিউন যদি আপনার ভালো লাগে বা আপনি কিছু শিখতে পারেন বা এতো টুকু উপকৃত হন তাহলে অবশ্যই ভাইয়া একটা Subscribeকরে যান।

অ্যাপস ডাউনলোড লিংক:এখানে।

মানুষ মাত্র ভুলত্রুটি হয় যদি কোথাও ভুল হয় তাহলে
ছোট ভাই হিসেবে ক্ষমার দৃর্ষ্টিতে দেখবেন।

তো বন্ধুগন টিউন টি আজ এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোন পর্ব সে পর্যন্ত সবাই ভালো থাকুন এই কামনায় এখানে টিউন টি সমাপ্ত করছি।

সৌজন্যে:Joydeb Tech

Exit mobile version