হ্যালো ফেন্ডস

আশা করি সবাই ভালো আছেন।
সো বন্ধরা আমরা সাধারণত আমাদের
মোবাইল ফোন সেফটির জন্য অনেক ধরণের
অ্যাপস ব্যবহার করে থাকি।কিন্তু
আজকে আপনাদের এমন একটি অ্যাপসের
সাথে পরিচয় করিয়ে দেবো। অ্যাপস টি সেট আপ করলে চোর তো দুরের কথা চোরের বাপ ও আপনার মোবাইল বন্ধ করতে পারবে না।কারণ বন্ধ যদি না করতে পারে তাহলে খুব সহজে আপনি জি মেইল দিয়ে ট্রাকিং করে দেখে নিতে পারবেন এই মুহূর্তে আপনার মোবাইল কোথায় আছে।সাধারণত আমরা কোথাও ঘুরতে বা বেড়াতে যাই ট্রাফিক অবস্থায় মোবাইল ফোন হারিয়ে যেতে পারে।কিন্তু যে মোবাইল টি নিবে সে আপনার মোবাইল টি অফ করে দিবে।কিন্তু এই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার মোবাইলের পাওয়ার বাটন টি লক করে রাখতে পারবেন,যার মাধ্যমে সে এক বা একাধিকবার পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করবে তখন মোবাইল টি এমটি এমারজেন্সি কল চাইবে যার কারণে সে আপনার মোবাইল ফোনটি অফ করতে পারবে না।

তো বন্ধুরা চলুন টিউন টি শুরু করা যাক।টিউন টি শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ আপনারা সবাই আমার চ্যানেল টা Subscribe করে আসুন। বন্ধুরা বেশি সময় লাগবেনা।

প্রথমে আপনি playatore থেকে locklo এই অ্যাপসটি ডাউনলোড করে নিন।
তারপর ওপেন করুন এবং ভাষা English select করে দিন।

এখান থেকে যে কোন একটা প্যাটান, পিন, পাসওয়ার্ড সিলেক্ট করে দিন।

আমি পিন দিয়ে আপনাদের দেখাচ্ছি।যে কোন একটা পিন দিন এবং কনফার্ম করার জন্য পূর্ণরায় আবার পিন দিন।

তো আপনি মনে করে পাসওয়ার্ড ভুলে গিয়েছেন তখন কি করবেন।
এখানে আপনার প্রিয় খাবার বা আপনার নাম দিন।

তারপর আপনার সামনে এমন একটা পেজ আসবে।সেখান থেকে Power Lock Select করে দিন যেহেতু আমার মোবাইল টি অফ করতে দিবো না।

এখানে মেইন কাজ গুলো।
Power Lock টি অন করে দিন।
Max.incorrect attempts 1 select করে দিন।
Lock Phone 120 Second করে দিন বা 30,60,90 এ গুলো আপনার ইচ্ছা যা খুশি দিতে পারেন।

এখন আপনি একটু পরিক্ষা করে দেখুন পাওয়ার বাটন সেপে মোবাইল টি অফ করে যান।ঠিক আপনার সামনে এমন ভাবে লক চলে আসবে।

ভুল দিলে নিচের মতো আসবে মানে এখন কিন্তু আপনার মোবাইল টি অফ করতে পারবে না আর অফ না করতে পারলে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন আপনার মোবাইল কোথায় আছে।
ভুল পাসওয়ার্ড দিলে এমন আসবে।

যখন আপনি অফ করবেন এবং সঠিক পাসওয়ার্ড দিবেন তখন মোবাইল টি অফ করতে পারবেন।
নয় তো মোবাইল টি চুরি বা হারিয়ে গিলে সে অফ করতে পারবে না।সঠিক পাসওয়ার্ড দিলে মোবাইল টি অফ করা options আসবে।

এরপর যদি না বোঝেন তাহলে নিচের ভিডিও টি দেখতে পারেন
সময় পেলে একটা Subscribe করে আসুন।

তো বন্ধুগন আশা করি সবার টিউন টি ভালো লেগেছে।টিউন টি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যানাবেন। আর কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।সমস্যা টি ঠিক করে দেওয়ার চেষ্টা করবো।

এই টিউন যদি আপনার ভালো লাগে বা আপনি কিছু শিখতে পারেন বা এতো টুকু উপকৃত হন তাহলে অবশ্যই ভাইয়া একটা Subscribeকরে যান।

অ্যাপস ডাউনলোড লিংক:এখানে।

মানুষ মাত্র ভুলত্রুটি হয় যদি কোথাও ভুল হয় তাহলে
ছোট ভাই হিসেবে ক্ষমার দৃর্ষ্টিতে দেখবেন।

তো বন্ধুগন টিউন টি আজ এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোন পর্ব সে পর্যন্ত সবাই ভালো থাকুন এই কামনায় এখানে টিউন টি সমাপ্ত করছি।

সৌজন্যে:Joydeb Tech

45 thoughts on "চোর তো দূরের কথা চোরের বাপ ও বা কেউ আপনার মোবাইল ফোন বন্ধ করতে পারবে না।আপনার মোবাইলের জন্য গুরুপ্তপূর্ণ সিকিউরিটি।"

  1. ভালো পোস্ট
    আর টাইটেল টা খুব ভয়ানক ছিল বাই?
    1. Biswas Author Post Creator says:
      বড় ভাই ভয়ের কিছু নাই।ধন্যবাদ
  2. King Bad Boy??? Contributor says:
    battery jodi khule fele????!!!!
    1. Biswas Author Post Creator says:
      কথা টা ঠিক আছে ভাইয়া কিন্তু আপডেট মোবাইল গুলো এবং অনন্যা কোম্পানি গুলোর মোবাইলের ব্যাটারি খোলা যায় না।ধন্যবাদ।
    2. King Bad Boy??? Contributor says:
      হুম তাও ঠিক
  3. JIHAD KHAN ✅ Author says:
    চোর এর বাপ কে বা তার ছেলে কে দরকার নাই। আমি আমি আপনার সেট অফ করে দিব। আপনি আপনার এন্ড্রয়েডে যত বড় সিকিউরিটি দেন না কেন আমি খুলে দিব
    1. Biswas Author Post Creator says:
      ওকে ঠিক আছে ভাইয়া আপনি কেমন পারেন এই পদ্ধতি টা অনুসরণ করে ঠিক আপনার মোবাইল টি লক করুন দেখুন কেমন করে অফ করেন।ধন্যবাদ।
  4. Fåhäd [Trickbd Fan] Author says:
    এসব টাইটেল দেওয়া উচিত নয়
    1. Biswas Author Post Creator says:
      কেনো ভাই টাইটেল তো ঠিকই আছে।
    2. Fåhäd [Trickbd Fan] Author says:
      চোরের বাপ ও বা লিখছেন কেন?
  5. Fåhäd [Trickbd Fan] Author says:
    এটা ট্রিকবিডি,,,ইউটিউব নয় যে এইসব টাইটেল দিবেন??
    1. Biswas Author Post Creator says:
      আপনার কথা টা বুঝলাম না। আচ্ছে টাইটেল এ সমস্যা হলে ভালো একটা টাইটেল বলুন।
  6. ভাই চার্জ না থাকলে এমনি ফোন অফ হয়ে যাবে।
    চোর আর ফোনে চার্জ দিবে না।।
    1. Biswas Author Post Creator says:
      কিন্তু মোবাইলে যত টুকু চার্জ থাকবে ততো সময়ের মধ্যে মোবাইল টি খুঁজে পাওয়া সম্ভব।
    2. কি বলেন ভাই এয়ার মোড অন করে রাখবে
  7. Skp2 Contributor says:
    App’s টায় যদি Uninstall করে দেওয়া হয়??????

    বা Erase

    1. Biswas Author Post Creator says:
      Uninstall করবে কি করে আপনার মোবাইলে তো পিন,প্যাটান বা অন্য লক দিয়া থাকবে।
    2. Skp2 Contributor says:
      রিবোট দিলেও চাইবে কি?
    3. Biswas Author Post Creator says:
      পাওয়ার অফ বা রিবুট বা রিষ্টার কোন কিছু দিতে পারবে না।
  8. kapasia234 Contributor says:
    binodon pailam vai…title a ki leklen ar ki post korlen. ha ha ha …..charge na tahkla mobile amnai off hoya Jaba …lol….and app ta unstall korle e sess….vai Ami buji na airokom post Kore ki moja pay…..bahlo akta post koron jaita sobai upokito hoy. …aisob post Kore Manu’s k hoyrani korar kono mana e hoy ta…..

    kiso bhul bola tahkle soto vai at dristi the khoma korben????

    ?Nothing To say More?

    1. Biswas Author Post Creator says:
      টাইটেলের সাথে পোষ্ট তো ঠিক আছে ভাই।কথাটা ঠিক আছে চার্জ না থাকলে মোবাইল টা অফ হয়ে যাবে কিন্তু
      মোবাইল যতখন না অফ হবে ঠিক ততোক্ষণ আপনি আপনার মোবাইল ট্রাকিং করে মোবাইল টা খুঁজে পেতে পারেন এবং অ্যাপস টা Uninstall করা অসম্ভব কারণ আপনার মোবাইলে এমনি তে পিন,প্যাটান লক থাকে।
    2. M.Alam Contributor says:
      kapasia, আপডেটেড সব ফোনই ননরিমুভএবল ব্যাটারি আর পাওয়ার বাটন লক করলে একমাত্র চার্জ শেষ না হওয়া পর্যন্ত কিচ্ছু করার উপায় তো দেখিনা, রিসেট দিতে হলেও তো অন্তত ফোনটা অফ করতে হবে।
      Biswas, ভাই অসাম পোষ্ট ছিলো এটা।
  9. sahidsha53 Contributor says:
    আমার NID দিয়ে কয় টা সিম রেজি. করা আছে কিভাবে জানতে পারবো
    1. asmalamgir Contributor says:
      আপনার জিপি সিম থেকে ডায়াল করুন *১৬০০১#
      তারপর পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন,
  10. Sabit Ahmad Author says:
    First safe mode a reboot dila oi app kaj korbena then reboot haoar por power of korle pin chaoar proshno uthena ai apps kono kaj er ei na jodi oi type er chor na hoi je iphone er memory card khulte chabe ??
  11. মামুন Author says:
    চোর কি এত বোকা ! ???

    চোরের বাপের action: একটা আছার দিয়া ব্যাটারি খুইলা ফালাইবো ? কাজ শেষ ?

    Young Generation এর চোরের action: Advanced User এর (rooted) phone চুরি কইরা app এর চৌদ্দ গুষ্টি হালনাগাত কইরা ফালাইবো। ?ব্যাস ব্যইচ্যা দিলেই কাম শেষ ।???

    না পারলে বংশগত action তো আছেই☺।

    আমাদের jokes creator দের দলে আপনাকে স্বাগতম।
    join us on telegram

    t.me/eaonline

    only for post creator….?

  12. nazmul abedin Author says:
    পোস্ট তেমন কাজের না।আর এখনো প্রায় ৮০%+ মোবাইল ব্যাবহারকারির ব্যাটারি রিমুভেবল।
  13. IMDAD SHUVRO Author says:
    আ…….ল এর মতো টাইটেল দিছে,,,৯০% ফোনের ব্যাটারি খুলে ফোন বন্ধ করা যায়,,,এইটা কোনো কাজেই আসবে না,,,
    1. Biswas Author Post Creator says:
      গা……ধা মতো প্রশ্ন করলে উত্তর দিবে কি!!!!
      সব মোবাইলের বা অনন্য কোম্পানিরর মোবাইলের এবং আপডেট মোবাইলের ব্যাটারি খোলা যায় না।
    2. WhiteShadow Contributor says:
      Oi miya phone er ottonto guruptopurno app… Bujhen kisu… 😀
    3. WhiteShadow Contributor says:
      Bujhlam na ONONNO Company kobe phone ber korlo….
    4. Biswas Author Post Creator says:
      হাসি পাইলাম,অনন্য কোম্পানি বলতে বোঝায়,iphone,Oppo,lava,lenevo,এ ছাড়াও অনেক কোম্পানিরর মোবাইলের ব্যাটারি খোলা যায় না।এসব যদি না বুঝেন।
  14. spnasim332 Contributor says:
    চোর যদি ব্যাটারি খুলে ফেলে তাহলেই তো ফোন অফ হয়ে গেল। আবাল মার্কা টাইটেল দেওয়া বন্ধ করেন। নয়তো রিপোর্ট করবো।
  15. রিয়াদ Author says:
    ব্যাটারি খুলে দিলেও কি মোবাইল অন থাকবে ?
    1. Biswas Author Post Creator says:
      কিছু কিছু মোবাইল এবং আপডেট মোবাইল গুলো ব্যাটারি খোলা যায় না।
    2. রিয়াদ Author says:
      বাটন ক্লিক করে ফ্যাক্টরি রিসেট মারলে কি করবে ?
  16. md. polash Contributor says:
    দোকানে গিয়ে ফ্লাস মারতে তো, সব ঠিক হয়ে যাবে,
  17. Hridoy Contributor says:
    ha ha jader fixed battery amon post den jate mobile cor factory na marte pare
  18. Md Alalhossain Contributor says:
    battery খুললেই তো খেল খতম পয়ছা হজম,,,,,,,,,
    1. Saad ☑️ Contributor says:
      ???
    2. Biswas Author Post Creator says:
      হুম কথা ঠিক আছে কিন্তু সব কোম্পানিরর মোবাইলের ব্যাটারি খোলা সম্ভব নয়।
  19. Prem✅ Contributor says:
    *16001*NID LAST 4 DIGIT NO.#
  20. SMTamiM Contributor says:
    Power+Volume Up Button চেপে ধরে Recovery Mode গেলেই তো ফোন বন্ধ করতে পারবে।
    1. Biswas Author Post Creator says:
      হবে না।

Leave a Reply