আপনাকে ট্রিকবিডিতে স্বাগতম
পোস্টের বিষয়ঃ
? আপনারা সবাই নিশ্চয়ই জানেন Floating (Bar) App গুলোর কাজ কি?? এই App গুলো ব্যবহার করলে আপনার স্ক্রীণে একটা Icon থাকবে.. যেটা সবসময় আপনার স্ক্রীণে ভেসে থাকবে.. আপনি আইকনটিতে ক্লিক করলে বিভিন্ন App, tools ইত্যাদি পাবেন.. ফলে খুব সহজেই এবং দ্রুত যেকোন app Open করতে পারবেন এবং যেকোন tools ব্যবহার করতে পারবেন.. তো আজ আমি এরকমই একটি অসাধারণ app নিয়ে হাজির হলাম… এই app টিতে 6টি ট্যাব রয়েছে.. Apps, Music, Tools, Weather, Contacts, Websites, Lucky Number, Recent Apps.. বুঝতেই পারছেন কোন ট্যাবে কি থাকবে.. আপনি চাইলে কোন ট্যাব বন্ধ করেও রাখতে পারেন যদি আপনার দরকার না পরে..
চলুন শুরু করা যাকঃ
প্রথমে নিচের লিংক থেকে App টি install করে নিন..
App Name : Floating Bar V30
App Size : 2.26 MB
App টি open করে Screenshot গুলো ফলো করুন..
App Open করতেই নিচের ss এর মতো অনেকগুলো Permission চাইবে.. সবগুলো Permission দিয়ে দিবেন..
এখানে উপরে Apps, Music, Tools etc. দেখতে পাচ্ছেন এগুলো ট্যাব.. Enable/Disable Applications এর পাশের Option টি বন্ধ করে দিলে এই ট্যাব Disable হবে..আর চালু করলে Enable হবে.. নিচের + এ ক্লিক করে Floating Bar এ কোনো app add এবং – এ ক্লিক করে Remove করতে পারবেন..ডান পাশের তিনটা রেখায় ক্লিক করে App সামনে পিছে (Re-arrange) নিয়ে যেতে পারবেন..Rearrange এ ক্লিক করে Tab Rearrange করার অপশন পাবেন..
আগের ss এর Rearrange এ ক্লিক করলে এরকম আসবে..এখান থেকে Tab Rearrange করতে পারবেন..
দেখুন আমি আমার দরকারি app গুলো Bar এ Add করে নিলাম.. আপনাদের প্রয়োজনীয় App গুলো Add করে নিবেন.. Settings এ ক্লিক করলে Floating Bar Custonize করার বিভিন্ন Options পাবেন..
এখানে আপনার ইচ্ছামতো Bar Customize করে নিবেন.. Theme, Color etc. change করতে পারবেন..
আপনাদের ইচছামতো সব Tab Customize করে নিবেন.. কোন Tab দরকার না হলে Disable আরে দিবেন..
সব কাজ শেষ হলে নিচের ss এ মার্ক করা Option টি Enable করে App টি Activate করে দিবেন..
সাথে সাথে Screen এ নিচের ss এর মতো Icon দেখতে পাবেন..
Icon টিতে ক্লিক করলে নিচের ss এর মতো একটি Bar Open হবে.. আপনি Bar Move করতে পারবেন..
ডানে/বামে Swipe করলেই অন্যান্য Tab গুলো দেখতে পাবেন..
এখন এ পর্যন্তই..কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ..
Technology বিষয়ক আমার নতুন গ্রুপটিতে জয়েন করুন.. যেকোন বিষয়ের সাহায্য পাবেন ইনশাল্লাহ..
Tech Magician’s BD
যেকোন সমস্যায় ফেসবুকে আমিঃ