আশাকরি সবাই ভালই আছেন। হ্যাঁ ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভাল থাকে। তবে Android lollipop ব্যাবহারকারীদের  জন্য আজ একটু বাড়তি খুশির খবর। আজ আপনাদের জন্য থাকছে অসাধারণ একটি SCREEN RECORDER যেটি কিনা মাত্র  2.74 MB. এটি আমার কাছে খুবি পরিক্ষিত একটি  অ্যাপ্লিকেশন। র‍্যামের সঠিক প্রয়োগ করতে আমি এই SCREEN RRECORDER-টি ব্যাবহার করতে আগ্রহী করব।

Download Screen Recorder 2.74 MB only


অ্যাপ্লিকেশনটির ফিচারসমূহ:-   

Recording Start Delay (second) :   এখানে আপনি রেকর্ড বাটনে ক্লিক করার পর কত সেকেন্ড পর রেকর্ড শুরু করতে চান তা ঠিক করে নিতে পারবেন। ফলে অনাকাঙ্ক্ষিত কিছু রেকর্ড করা থেকে বেচে যান।

Show Recording Notification : বুঝতেই পারছেন যখন রেকর্ড হবে তখন নোটিফিকেশন দেখাবে।

Stop recording on screen off :
স্ক্রিন বন্ধ করার মাধ্যমে ভিডিও করা বন্ধ ও স্বয়ংক্রিয়ভাবে ভিডিও সংরক্ষণের সুবিধা।



Storage location :
ভিডিও অন্তঃ মেমোরিতে অথবা আন্তঃ মেমোরিতে সংরক্ষণ করার সুবিধা।
Resolution : এখানে আপনার মোবাইল screen video করার জন্য ৩টি মাপকাঠিতে সংরক্ষণ করতে পারবেন। মাপকাঠি  ৩টি হল;
১২৮০ * ৭২০ size
  ৭২০ * ৪৮০ size
  ৬৪০ * ৩৬০ size

Bitrate :   এটির মাধ্যমে ৫টি কোয়ালিটি যথাক্রমে ১০–০৮–০৬–০৪–০২ এমবিপিএসে  ভিডিও রেকর্ড করতে পারবেন।

Record Microphone Audio :
মাইক্রোফোন ব্যাবহারের মাধ্যমে সরাসরি অডিও-তে রেকর্ড করতে পারবেন।

Set PIP opacity :
এটির মাধ্যমে screen record করার সময় front ক্যামেরার ছবি সচ্ছ-অসচ্ছ করে নেয়া যায়।

Camera setting for PIP :
 screen record করার পূর্ববর্তিকালীন front ক্যামেরার পর্দা পরিমাণসই ছোট-বড় করতে। এবং screen-এ front ক্যামেরার location ঠিক করে নেয়া যায়।

Adjust camera while recording :
রেকর্ডিং করার মধ্যবর্তীকালীন front ক্যামেরার পর্দা পরিমাণসই ছোট-বড় করতে। এবং screen-এ front ক্যামেরার location ঠিক করে নেয়া যায়।

Show camera PIP in recording :
 screen record করার সময় PIP স্থাপন করবেন কিনা আপনার ইচ্ছা। 


এবার তাহলে কিছু স্ক্রিনশট দেখে নেয়া যাকঃ


তো বন্ধুরা আজ এপর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।
























8 thoughts on "?? ললিপপ ইউজাররা নিয়ে নিন সবচেয়ে কম এমবির অসাধারণ ফিচারসমৃদ্ধ স্মুথি স্ক্রিন রেকর্ডার??"

  1. Saykat Contributor says:
    JHON Nill Group Er link den kew
  2. Ibrahim900 Contributor says:
    Android version 5+ lollipop hoi kivabay???
    1. রিয়াদ Author Post Creator says:
      Android version 5+ কে তাহলে কি বলে ?
  3. Ibrahim900 Contributor says:
    support koray na.
    require update 5+ lagbay
  4. Ashik Islam Contributor says:
    Lava iris x9 a kaj kore amon screen video app den…help plz
    1. রিয়াদ Author Post Creator says:
      ভার্সন কত ?
  5. KingForhad Contributor says:
    sobkichu vlo lagche EKTA jinis chara,,,,
    Jodi video pause kore kj kora jeto Tahoe aro vlo hoto……
    1. রিয়াদ Author Post Creator says:
      Thank you for your valuable comment

Leave a Reply