Site icon Trickbd.com

কেন ব্যবহার করবেন SHAREit এর পুরাতন ভার্শন?

Unnamed

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভাল আছেন।
আজ আপনাদের সাথে আমি শেয়ারইট এর update version এর সমস্যাগুলো তুলে ধরব।
মূলত update version যেরকম সিস্টেম করেছে তাতে অনেকেই বিরক্ত হওয়ার কথা,
কারণ update version অনেক সমস্যা রয়েছে যা পুরাতন ভার্সনের নেই, তাই আপনাদের সাথে আমি আপগ্রেড ভার্সন এবং পুরাতন ভার্সনের সাথে তুলনামূলক ভাবে কিছু আলোচনা করে বোঝানোর চেষ্টা করবো যে কেন পুরাতন ভার্সন ব্যবহার করাটাই আমাদের জন্য ভাল বা আমাদের ফোনের জন্য ভালো ।
আমরা অধিকাংশ মানুষই মধ্যবিত্ত পরিবারের ছেলে এবং অধিকাংশ মানুষই মিড বাজেটের ফোন ব্যবহার করে থাকি আর এই সমস্ত ফোনগুলোতে ভারী কোনো app চলতে অনেক সমস্যা হয়, আর ভারি এ্যাপস এর মধ্য Shareit, ফেসবুক, মেসেঞ্জার ucbrowser অন্যতম।
অন্যান্য এপগুলো আগে থেকে ভারী থাকলেও শেয়ারইট update version অনেকটা ভারী করেছে। তাই আমাদের উচিত old ভার্সন ব্যবহার করা, চলুন আমরা জেনে আসি শেয়ার ইট update version এর কিছু অসুবিধা

১.upadate version এ প্রচুর পরিমাণে অ্যাড আসে এবং ভিডিও অ্যাড আসে যেগুলো আমাদের বিরক্ত কারণ হয়ে দাঁড়ায

২. প্রচুর পরিমাণে নোটিফিকেশন আসে যা ফোন হ্যাং করে দেয়

৩. প্রচুর পরিমাণে ram খরচ করে

৪. size পুরাতন ভার্সনের চেয়ে অনেক বেশি

৫. update version এ আমি শেয়ার history খুঁজে পায়নি আপনারা খুঁজে পেয়েছেন কি না জানি না তবে আমি অনেক চেষ্টা করেও শেয়ার history খুঁজে পাইনি

৬. update version এর ডিজাইন অনেকটা বিরক্তিকর এবং বাজে।

৭.অনেক বেশি ram খরচ করে বলে এটি ফোনে অনেক স্লো কাজ করে.

update version এ অনেক বেশি অসুবিধা থাকলেও পুরাতন ভার্সন এই ধরনের অসুবিধা নেই ।
update version এর size 15 এমবিরও বেশি।
পুরাতন ভার্সন সাইজ মাত্র 4 এমবি+
তাই আপনি চাইলে পুরাতন ভার্সন ব্যবহার করতে পারেন ।
আমি নিচে ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি

Shareit old version Download

আপনি অনায়াসেই এই ভারশন দিয়ে সব কাজ করতে পারবেন অনেক বেশি ফাস্ট এবং দুরদান্ত অভিজ্ঞায়।এটা আমাদের ফোনের জন্য অনেক ভালো।

আজপর্যন্তই সবাই ভাল থাকবেন।
ধন্যবাদ সবাইকে

Exit mobile version