Site icon Trickbd.com

BornoMala – এসো বই পড়ি | বাচ্ছাদের জন্য চরম একটি বর্ণমালা অ্যাপ

Google PlayeStore BornoMala নামের নতুন একটি অ্যাপ চলে আসলো যেটা আপনার শিশুদের করে দিবে মোবাইলে পড়ার সুযোগ। অ্যাপটি আজকেই রিলিজ হয়েছে। এই অ্যাপটি অনেক সুন্দর এবং এতে রয়েছে বেশ কিছু ফিচার। বাচ্ছাড়া যখন বই পড়তে চায়না তখন কি করবেন? আপনার বাচ্ছার হাতে মোবাইল দিন এবং বর্ণমালা অ্যাপটি open করে দিন। দেখবেন আপনার বাচ্ছা এখান থেকেই পড়া শুরু করে দিবে এবং শিখতে পারবে।

Download BornoMala From PlayStore

এই অ্যাপটি মূলত তৈরি করা হয়েছে ছোট সোনামনিদের স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এবং সংখ্যা শেখানোর জন্য। যখন অ তে ক্লিক করবে মানে টাচ করবে তখন ”অ” voice প্লে হবে। এভাবে প্রত্যেকটি বাটনে ক্লিক করার সাথে প্রত্যেক অক্ষর বলবে আপনার ফোন। আর এখান থেকেই বাচ্ছাড়া আনন্দে এবং উৎসাহের সাথে শিখতে পারবে অ আ ক খ ১ ২ ৩।

তো চলুন প্রথমে অ্যাপটির কিছু ছবি দেখে নেয়া যাকঃ

আশা করি এই app টি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনার মূল্যবান মতামত দিন এবং জানাবেন অ্যাপটি আপনার কাছে কেমন লেগেছে।

Exit mobile version