Site icon Trickbd.com

এখন বীজগণিত,ত্রিকোনমিতিসহ যাবতীয় সমস্যার সমাধান করুন একটা অ্যাপ দিয়ে নিমেষেই

Unnamed

বিসমিল্লাহির রহমানির রহিম
বর্তমানে অনেক ছাত্র-ছাত্রীর কাছে গণিত একটি আতংক।প্রায় সব শিক্ষার্থীরাই গণিতে ভয় পায়।তবুও পড়াশোনাতো করতেই হবে,তাই কষ্ট হলেও করতে হবে অংক।
তো যাই হোক,আজ আমি যে অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করবো তা হলো MalMath
এটা এমন একটা অ্যাপ্লিকেশন যাতে যেকোনো গাণিতিক সমস্যা ইনপুট করার পর তার স্টেপ বাই স্টেপ সমাধান বের করে দিবে এই অসাধারণ অ্যাপটি।শুধু তাই নয় প্রয়োজনে মাঝেমধ্যে ছোটোখাটো ব্যাখাও দিয়ে দিবে অ্যাপটি।
MalMath যেসব গাণিতিক সমস্যার সমাধান করে:-
১।বীজগাণিতের সাধারণ অপারেশন
২।সমীকরণ(লিনিয়ার সমীকরণ,উচ্চঘাত সমীকরণ)
৩।ত্রিকোণমিতি(টার্ন্সফরমেশন,সমীকরণ.ইনভার্স ত্রিকোনমিতি)
৪।ক্যালকুলাস(অন্তরীকরণ, সমাকলন)
৫।লগারিদম(ন্যচারাল লগারিদম,লগারিদম সমীকরণ)
৬।লিমিট

শুধু তাই নয় এই অ্যাপটিতে আরও অসাধারণ বৈশিষ্ট্য রয়েছে যা আপনি ব্যবহার করলেই অতি সহজে বুঝতে পারবেন।
বিশেষ কিছু সুবিধা:-প্রায় সব অ্যাপ্লিকেশনগুলোতে সমস্যা ইনপুট করার পর তার শুধু সমাধান দেয়।কিন্তু এই অ্যাপটিতে কোনো সমস্যা ইনপুট করার পর তার স্টেপ বাই স্টেপ সমাধান করে দেবে এবং আক্ষরিক অর্থে ব্যাখ্যা দিবে।
২।আপনি MalMath এর মাধ্যমে যতগুলো গাণিতিক প্রবলেম সলভ করবেন তা অ্যাপসটিতে সেভ হয়ে থাকবে।তাই পরবর্তিতে আপনি আবার আপনার সলভ করা প্রবলেমগুলো দেখতে পারবেন।
৩।আপনি এই অ্যপ্লিকেশনটির সাহায্যে ফাংশন বা সমীকরেণর যেকোনো গ্রাফ করতে পারবেন।
MalMath অ্যপটির কিছু sccernshoot:-










Downlod link:-Malmath
আশা করছি অ্যাপটি আপনাদের খুব ভালো লাগবে এবং আপনাদের খুব উপকারে আসবে।আজকে এই পর্যন্তই।

খোদা হাফেজ