Site icon Trickbd.com

ACR. এন্ড্রয়েডের সেরা কল রেকর্ডিং App.

Unnamed

Another Call Recorder
সংক্ষেপে ACR,
আমার দেখা সবথেকে সেরা কল রেকর্ডার এপ।
এন্ড্রয়েড লাইফে অনেক Call Recorder এপ ব্যাবহার করেছি, কিন্তু ACR এর মত একটাও পাইনি ।
এর Recording Quality আর User Interface সবথেকে বেশি আকর্ষণীয়!
এটা ব্যাবহার করলে স্মুথ একটা User experience পাবেন সেটা নিশ্চিতভাবেই বলতে পারি।

তো চলুন শুরু করা যাক??

আমি বাপন,
একেবারে ট্রিকবিডির জন্মলগ্ন থেকে এর নিয়মিত ভিজিটর কিন্তু এই সাইটে এটাই আমার প্রথম পোষ্ট।
আশা করি ভুল ক্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

সবার প্রথমে Google play store ওপেন করে ACR লিখে Search করুন।

এই এপটি পেয়ে যাবেন।

তারপর এপটা ইনষ্টল করে ওপেন করলে ঠিক এরকম একটা interface পাবেন।

এবার খালি বক্স দুইটিতে ঠিক চিহ্ন দিয়ে Continue চাপুন।

এভাবে আরো কিছু পেইজ আসলে আরো ২-৩ বার আপনাকে Continue তে ক্লিক করতে হবে।

তারপর তারা আপনার কাছে পারমিশন চাইবে।
এক এক করে সবগুলো পারমিশন Allow করুন। (মোট চারটি)

এখন START ACR এ ক্লিক করে এগিয়ে জান।

ব্যাস আপনি ACR ব্যাবহার করার জন্য প্রস্তুত।

এখন বাম সাইডের menu বাটিনে ক্লিক করে সাইড বার টা ওপেন করুন।

Setting এ ক্লিক করুন ।

সেখান থেকে General আর Recording অপশনে গিয়ে টুকটাক পরিবর্তন যা করার করে নিন।

Storage
Recording format
Notification

এগুলো নিজের মনের মত করে সাজিয়ে নিন।
আপনি ইচ্ছে করলে ডার্ক থিম ও ব্যাবহার করতে পারেন।
এটার আরেকটা সুবিধা হল built in PIN Lock । অর্থাৎ by Default আপনি Lock করে রাখার জন্য Pin ব্যাবহার করতে পারবেন যেন অন্য কেউ আপনার ফোন ধরলেও রেকর্ডস না শুনতে পারে।
Language অপশনে গিয়ে ভাষা হিসেবে বাংলাও ব্যাবহার করতে পারবেন যা একান্তই আপনার মর্জি।

ব্যাস আমার বক বক এইবার শেষ।

কোথাও একটা কল করে একবার রেকর্ড টা শুনে এর কোয়ালিটি টা একবার Check করে নিন।

ভাল লাগিলে একটা থ্যানক্স আর ভাল না লাগিলে আমার পাছায় কষে একটা লাথি মেরে চলে যান।..
.
.
.
Whatever,
Stay connected with trickbd,
আমার পোষ্ট ভাল না হলেও অন্যান্য অথরদের অনেক ভাল ভাল পোষ্ট আছে এইখানে।
তাই আমার আজাইরা পোষ্টের জন্য ভাল অথরদের পোষ্ট মিস করবেন না।

আজকে এটুকুই!!……. ??