সুপ্রিয় ভিজিটর কেমন আছেন সবাই?আশা করি ভাল আছেন ।
আজ আমি আপনাদের জন্য দারুন একটি তথ্য নিয়ে হাজির হয়েছি ।
যে তথ্যটির সাহায্যে আপনি আপনার ফেসবুকের ম্যাসেন্জার whatsapp বা imo তে কারো সামনে ম্যাসেজ বা chat করলেও সেটা কেউ দেখতে পারবে না ।
অর্থাৎ আপনি যখন ম্যাসেন্জার ও whatsapp & imo তে কারও সাথে ম্যাসেজ বা chat করবেন তখন যদি আপনার বন্ধু বা অন্য কেউ আপনার পাশে বসেও থাকে তবুও সে আপনার ম্যাসেজ বা chat দেখতে পারবে না।
যাইহোক বেশি কথা বলে পোস্টি বড় করবো না । তাহলে চলুন শুরু করা যাক।
বি:দ্র: এই তথ্যটি যারা জানেন না,তথ্যটি শুধুমাত্র তাদের জন্য।
প্রথমে এই সিস্টেমটা চালু করার জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপের সাহায্য নিতে হবে । অ্যাপের সাইজ খুবই কম ।
নিচের লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন
অ্যাপটি ডাউনলোড করার পর আপনি app টি open করুন
তারপর আপনার ফোনের যেগুলো পারমিশন চাইবে সেগুলো allow করে দিন
তারপর আপনাকে আপনার একটা gmai সিলেক্ট করতে বলবে নিচের স্কিনশর্টের মত একটা মেইল সেট করবেন
তারপর নিচের স্কিনশর্টের মত skip এ ক্লিক করুন[br]
তারপর আবার আপনার ফোনের যেগুলো পারমিশন চাইবে সেগুলো allow করে দিন
আপনার home page এ নিচের স্কিনশর্টের মত একটা icon logo আসবে
তারপর স্কিনশর্টে click here দেখানো জায়গায় ব্রাইটনেস বাড়িয়ে দিন
ব্যাস কাজ শেষ।এখন আপনি নিচের দেখানো স্কিনশর্টে আঙ্গুল দিয়ে আপনি যেটুকু জায়গা Hide করতে চান উপর/নিচে করে সেটুকু জায়গা hide করতে পারবেন
এছাড়াও আপনি hide wallpaper theme টি change করতে পারবেন।
তার জন্য প্রথমে আপনাকে নিচের স্কিনশর্টটি follow করতে হবে
তারপর আপনি নিচে দেখানো settings এ ক্লিক করুন
তারপর নিচে apply theme লেখা জায়গায় ক্লিক করুন। তাহলে আপনার theme change হয়ে যাবে।
ব্যাস সম্পূর্ন কাজ শেষ । এখন থেকে আপনি ফেসবুকের ম্যাসেন্জার whatsapp বা imo তে কারো সামনে ম্যাসেজ বা chat করলেও সেটা কেউ দেখতে পারবে না
এরপরও আপনারা যদি না বুঝতে পারেন,তাহলে অবশ্যয় কমেন্টে জানাবেন ৷
অাজ এই পর্যন্ত ৷ অাশা করি অাপনাদের পোস্টটি ভাল লাগছে ৷
সৌজন্যঃ InformBD.Com
পোষ্ট ক্রেডিটঃ Piyas