Site icon Trickbd.com

[Wifi] Admin panel এ না ঢুকেই ওয়াইফাই রাউটারেরর সমস্ত তথ্য সম্পকে বিস্তারিত জেনে নিন।

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

চলুন অ্যাপটা সম্পর্কে কিছু ধারনা জেনে নেয়া যাকঃ
অ্যাপটির সাহায্যে আপনি Wifi Admin panel এ না ঢুকেই wifi রাউটারের সমস্ত তথ্য সম্পকে জানতে পারবেন।কোন wifi টার কেমন স্পিড তা দেখতে পারবেন।Secondly,,আপনি wifi রাউটার থেকে কত মিটার দূরে অবস্থান করছেন তা দেখতে পারবেন।তাছাড়া Router এর নাম,,Ip Adress,,, আরো অনেক কিছু Admin panel এ না ঢুকেই দেখতে পারবেন।কোন wifi টা কত স্পিডের তা দেখতে পারবেন।wifi channel গুলো মধ্যে কোনটা সবচেয়ে ভালো কাজ করছে তা দেখতে পারবেন।তো আর কথা না বাড়িয়ে দেখে নি চলেন ফিচার গুলো কিভাবে কাজ করে।
এ জন্য আপনাকে একটা অ্যাপ নামাতে হবে।তো নিচের লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন।
অ্যাপটির নামঃWifi overview 360
সাইজঃ17 MB

ডাউনলোড লিঙ্কঃ

দেখে নিন অ্যাপটির রিভিউঃ

প্রথমেই ঢুকলেই দেখতে পাবেন আপনার আশেপাশের wifi গুলো show করছে।কোনটার স্পিড কেমন তা দেখতে পাবেন।

Wifi Info তে ক্লিক করার পর আপনি রাউটাররের নাম,Encryption,IP Adress,আপনি রাউটার থেকে কত দূরে অবস্থান করছেন তা দেখতে পাবেন।

CH. Check ক্লিক করে আপনি কোন Channel গুলো সবচেয়ে ভাল তা দেখতে পারবেন।

CH.Rader ক্লিক করে আপনি কোন রাউটার স্পিড কেমন তা দেখতে পারবেন।এখানে সবুজ রঙের রাউটার গুলোর স্পিড বেশি।

Graphs এ ক্লিক করে নেটওর্য়াক টির স্পিড কেমন উঠানামা করছে তা দেখতে পারবেন।

Wifi রাউটারে Stability সম্পকে ধারনা পাবেন এখান থেকে।

তারপর উপরের দিকে তিনদাগে ক্লিক করুন।তারপর Wifi Detector ক্লিক করুন।তারপর Enable করে দিন।তাহলে কেউ রাউটারে প্রবেশ করলে আপনি সিগন্যাল পাবেন।

আশা করি সবাই ভালো থাকবেন।নিত্য নতুন ট্রিক ও ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।পরবর্তীতে আরো এরকম টিপস্ পেতে সাথেই থাকুন।
সকলের সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন।

আশা করি কেউ খারাপ কমেন্ট করবেন না।কোন সমস্যা হলে কমেন্ট করে জানান।

আল্লাহ হাফেজ

যেকোন প্রয়োজনেঃ

Exit mobile version