Site icon Trickbd.com

নিয়ে নিন অ্যান্ড্রয়েডের জন্য 5টি সেরা ফ্রি Drawing অ্যাপস,যা আপনাকে Professional Artist করে তুলবে [Updated 2018] আর কোথাও পাবেন না

নিয়ে নিন অ্যান্ড্রয়েডের জন্য 5টি সেরা ফ্রি Drawing অ্যাপস,যা আপনাকে Professional Artist করে তুলবে [Updated 2018] আর কোথাও পাবেন না 

 

পিসিতে কোনো প্রকার আর্ট,পেইন্টস বা কোনো ডিজাইন আঁকানো সত্যিই সহজ। কিন্তু অ্যান্ড্রয়েডে পেইন্টিং এর উদ্দেশ্যে শত শত Drawing অ্যাপ্লিকেশানগুলির মধ্যে, কেউ সেরাটি খুঁজে পেতে সক্ষম হয় না বা হতে পারে না। সেই জিনিসটা solve করার জন্য অনেক খোজাখুজির পর, আমি কিছু অ্যাপ বের করেছি যা আপনাদের সত্যিই উন্নতমানের সুবিধা দেবে এবং এগুলো অঙ্কন এবং পেইন্টিং উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।

 

## অ্যান্ড্রয়েডের জন্য 5টি সেরা ফ্রি Drawing অ্যাপস:

( পাশে আমার review দিলাম, আশা করি ভাল লাগবে )

 

 

#1 ibis Paint X

=> এটা সবচেয়ে বেশি use করা অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে একটি। এতে ১৪২ টিরও বেশি ব্রাশ,shade,color আছে। সেইসঙ্গে এখানে অনেক টুল এর সেট আছে যা আকতে অনেক সাহায্য করবে। আপনি যদি অ্যান্ড্রয়েডের জন্য সেরা Drawing অ্যাপ খুজছেন তাহলে এটা না use করলে আপনি মিস করবেন । আর এটা পেইড অ্যাপকেও হার মানিয়ে দেয়।

ডাউনলোড করতে, এখানে ক্লিক করুন

 

 

 

#2 MediBang Paint

=> এটি সেরা অ্যাপ্লিকেশানগুলির মধ্যে একটি যা আমি প্রথমে try করেছি এবং কিছু আশ্চর্যজনক বৈশিষ্ট্যও পেয়েছি যা পেইড অ্যাপসগুলিতে রয়েছে। এতে photoshop এর মত UI, এবং হাজার হাজার টুল আছে, যা আপনাকে আকতে অনেক help করবে। শুধু ডাউনলোড করুন আর use করা শুরু করে দিন।

ডাউনলোড করতে, এখানে ক্লিক করুন

 

 

 

#3 ArtFlow

=> আগে থেকেই তৈরি করা আর্ট,সৃজনশীলতা আর অনেক ডিজাইন আপনাকে মুহুর্তের মধ্যেই অন্য নকশা তৈরি করতে সাহায্য করবে। এতে অনেক unique feature আছে। ইচ্ছা করলেই অ্যাপটি ডাউনলোড করে use করতে পারবেন। এটা অনেক সুন্দর কাজ করে।

ডাউনলোড করতে, এখানে ক্লিক করুন

 

 

 

 

#4 RoughAnimator

=> এই অ্যাপ্লিকেশনটি অনেক বেশি রিভিউ এবং রেটিং পাচ্ছে তাই এটি তালিকায় তুলে ধরেছি। অ্যাপ্লিকেশন ব্যাপকভাবে অ্যানিমেশন, GIF তৈরি এবং অন্যান্য জিনিস হতে পারে জন্য ব্যবহৃত হয়। আপনি যদি আপনার নিজের অ্যানিমেশন এবং অঙ্কনের items তৈরি করতে ইচ্ছুক হন তাহলে এখনই এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন। ভাল লাগবে।

ডাউনলোড করতে, এখানে ক্লিক করুন

 

 

 

 

#5 PaperOne

=> এই অ্যাপ্লিকেশনটি আমি নিজেই ব্যক্তিগতভাবে ব্যাবহার করি এবং আমার বন্ধু অনেকদিন থেকে এটা use করে gigs editting করে। এটা দিয়ে High resolution এর পিক edit করা যায়। অনেক পরিষ্কার এবং পাওয়ারফুল একটা কাজ করার পরিবেশ এখানে পাওয়া যাবে যা আপনাকে চমকাতেই থাকবে।

ডাউনলোড করতে, এখানে ক্লিক করুন । 

 

*** আপনার মতামত নিচে লিখবেন আর ভালো লাগলে অবশ্যই like  দিবেন । 

 

## কিছু শিখাতে পারলে নিজেকে সার্থক মনে করব ।
??? মানুষ মাত্রই ভুল।কোনো ভুল হলে ক্ষমা করবেন ।

*** ধন্যবাদ ***

 

## small request:

( Like দিতে কেউ ভুলবেন না  )

 

 

 

 

 

Exit mobile version