Site icon Trickbd.com

যত ইচ্ছা লিঙ্ক সেভ করে রাখুন “পকেটে” এখন থেকে আর লিংক হারানোর ভয় নেই।

Unnamed

হেল্লো Trickbd ইউজার আপনার কখনও কি এমন হয়েছে যে একটি খবর, ট্রিকবিডির কোনো ইম্পোর্টেন লিংক, ফেসবুকে একটি ছবি
অথবা ইউটিউবে একটি গান
আপনার খুব ভালো লেগেছে, কিন্তু
সেটার ওয়েবসাইট লিঙ্কটা
কোথায় সেভ করে রাখবেন ভেবে
পাচ্ছেন না? আপনার এই সমস্ত
দুঃখ দুর করতে এলো পকেট।
এখন হচ্ছে তথ্যের যুগ। প্রতিদিন ইন্টারনেটের
কল্যাণে কত শত শত আর্টিকেল পড়ে থাকি।
প্রায়ই দেখা যায় পুরো আর্টিকেলটি যদি পড়া
না হয় তাহলে তা আর সেভ করার কোনো উপায়
থাকে না। আর্টিকেলটি দিন শেষে হারিয়ে যায়
বলে পড়াটা অসম্পূর্ণ রয়ে যায়। দেখা যায়
ফেসবুকে একটা ছবির অ্যালবাম দেখছিলেন।
অ্যালবামে ছিলো কিছু জুতোর ছবি যেগুলো
আপনি কিনতে চান, কিন্তু ভুলে হারিয়ে

ফেললেন অ্যালবামটি। আর কেনা হয় না আপনার
পছন্দের জুতো। অথবা হঠাৎ একটি গান আপনার খুব
ভালো লেগেছিল। কিন্তু নাম মনে না থাকায়
হারিয়ে ফেলেছেন গানটি। এসব নিয়ে আর
ভাবতে হবে না। যখনই, যেকোনো পেজে যা-ই
ভালো লাগবে, আপনার অ্যাপ অথবা
ব্রাউজারের শেয়ার অপশনে চাপ দিন, এবং
অ্যাড টু পকেট অপশনটি বেছে নিন। ব্যস, আপনার
কাজ শেষ। লিঙ্কটি সেভ হয়ে থাকবে এবং
আপনি আপনার পছন্দ মত যেকোনো সময় খুজে
পেতে পারবেন আপনার প্রিয় আর্টিকেল, পেজ,
ছবি অথবা মিউজিক ভিডিওটি। পকেটের
সবচেয়ে বড় ভালো দিক কী জানেন? একবার
একটি লিঙ্ক সেভ করার পর, আপনি ঐ লিঙ্কে
ইন্টারনেট না থাকা সত্যেও যেতে পারবেন
যেকোনো সময়েই। এতো কেবল শুরু, আরো
হাজারটা চমৎকার ফিচারস উপভোগ করতে এখনই
নামিয়ে ফেলুন “পকেট”!

Google Play Store Link(Shorten by bit.ly) সাইজ স্ক্রিনশটে দেখুন।

কিছু স্ক্রিনশটঃ