Site icon Trickbd.com

[New] কিভাবে আপনার ফোনের নিদিষ্ট অ্যাপের Internet Connection অথাৎ Data অফ রাখবেন।Data on করলেও কেউ ঢুকতে পারবেনা।

At last Half Century পূর্ন হলো

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

হ্যালো বন্ধুরা,,, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ফোনের নির্দিষ্ট অ্যাপের ইন্টারনেট কানেকশন অর্থাৎ ডাটা অফ রাখবেন। এটা করে আপনি কি করতে পারবেন। ধরুন,,, আপনার ফোন কেউ নিল এখন যদি কেউ আপনার ফোনে ডাটা কানেকশন অন করে তাহলে এই অ্যাপটির সাহায্যে তাকে সেই অ্যাপ গুলোতে ঢুকলেও app গুলো কোন কাজ করবেন না। আর হ্যাঁ,, একটি VPN হিসাবে কাজ করে ফলে আপনি আপনার আইপি এড্রেস হাইড করে রাখতে পারবেন ফলে বিভিন্ন ট্র্যাকিং এর হাত থেকে রক্ষা পাবেন। তাছাড়া অ্যাপ Background Data কেটে যাওয়া থেকে রক্ষা করে।তো কিভাবে করবেন দেখে নিন।

প্রথমে নিচের দেওয়া লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করুন।
অ্যাপটির নামঃ Internet Guard Data saver Firewell
সাইজঃ4 MB

ডাউনলোড লিঙ্কঃ

(1) প্রথমে অ্যাপটাতে প্রবেশ করুন।তারপর Agree তে ক্লিক করুন।

দেখানো জায়গায় ক্লিক করুন।

Ok দিয়ে দিন।

আবার,, Ok দিয়ে দিন।

তাহলে আপনার সেটিংস্ টা চালু হয়ে যাবে,,,এখন আপনি যেই অ্যাপটি Data Transfer অফ রাখতে চান সেটিতে,,, Wifi icon/Data icon ক্লিক করে অফ করে দিন।এখন আপনার MB থাকলে ও সেই অ্যাপটি কাজ করবেনা।ফলে অতিরিক্ত Data খরচেরও ভয় নেই।

দেখুন আমার Wifi চালু আছে বাট Youtube এ ঢুকছেনা।

আশা করি সবাই ভালো থাকবেন।নিত্য নতুন ট্রিক ও ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।পরবর্তীতে আরো এরকম টিপস্ পেতে সাথেই থাকুন।
সকলের সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন।

আশা করি কেউ খারাপ কমেন্ট করবেন না।কোন সমস্যা হলে কমেন্ট করে জানান।

আল্লাহ হাফেজ

যেকোন প্রয়োজনেঃ

Exit mobile version