সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন।
পোস্টের বিষয় :-
দুনিয়াতে ভিডিও ইডিট করে নাই এরকম মানুষ খুবই কমই দেখা যায়। আবার অনেকের ইউটিউবে চ্যানেলও আছে। যার কারণে তাদের ভিডিও ইডিটিং সফটওয়্যারের দরকার পড়ে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ফ্রি সফটওয়্যার গুলোতে ইডিট করলে software এর Water mark video তে চলে আসে।এতে করে User কে বিভ্রান্তিতে পড়তে হয়।
আবার সেই Water mark কে সরাতে চাইলে সফটওয়্যার কে কম বেশি কিছু মূল্য দিতে হয় যা সবার পক্ষে সম্ভব না।
এরকম একটা Best software হলো Kinemaster. ভালো ভিডিও Editing এর জন্য Kinemaster এর বিকল্প হিসেবে আর কোনো app আছে বলে আমি মনে করি না। কিন্তু এটাও একই সমস্যা। Payment করো, না হলে Water mark লাগিয়ে দেয়।
.
.
এখন সেটা আর হবে না। আমি যে Kinemaster টা দিচ্ছি সেটা দিয়ে আপনি আরামছে ভিডিও ইডিট করতে পারবেন তাও আবার Water mark ছাড়া। এবং আপনাকে কোনো Payment ও করতে হবে না। নীচে Download link দিলাম।
.
.
.
এখানে আপনাকে 1.5 GB পর্যন্ত ব্যাবহার করতে দিবে। মানে আপনি যদি কোনো ভিডিও Edit করেন তাহলে যত MB র ভিডিও বানাচ্ছেন তত MB 1.5 GB থেকে কেটে নিবে। এভাবে 1.5 GB শেষ হয়ে গেলে আর ভিডিও Edit করতে পারবেন না।
ভয় পাওয়ার কিছু নাই। আপনি শুধু app এর Clear Data দিয়ে Force Stop করে আবার ঢুকেন। দেখেন নতুন করে আবার 1.5 GB free দিছে।
.
.
.
.
****Review****
Name:- Kinemaster
Size:- 32MB
With no Water mark.
.
.
Kinemaster Download Here
আজ এইটুকুই আগামী বার নতুন কিছু দেয়ার চেষ্টা করব।
।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং
।
বদলে যান, বদলে দিন।