Site icon Trickbd.com

আপনার মোবাইলের সবাকিছুর ব্যাকগ্রাউন্ড এ আপনার ছিবি লাগান মাত্র ২ এম্বির একটি অ্যাপ দিয়ে। ফেসবুক লাইট, সেটিং, ইত্যাদি সহ [Without Root]

Unnamed

আসসালামু আলাইকুম

আশাকরি সবাই ভালো আছেন।
সবাই ভালো থাকেন ভালো রাখেন এই প্রত্যাশাই করি সব সময়।
বন্ধুরা আজ আপনাদের জন্য এমন একটি অ্যাপ নিয়ে আসলাম যার মাধ্যমে আপনি আপনার মোবাইলের সবকিছুর ব্যাকগ্রাউন্ড এ আপনার নিজের ছবি লাগাতে পারবেন।
সেটা হোউক ফেসবুক, ফেসবুক লাইট, অথবা মোবাইলের সেটিং সবকিছুতে আপনার ছবি লাগাতে পারবেন।
তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি।
এর জন্য আপনাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে।
অ্যাপ টির নাম Designer Tools
নিচের লিংক এ ক্লিক করে ডাউনলোড করে নিন।
click here to download

ডাউনলোড করে অপেন করুন তারপর নিচের স্ক্রিনশট দেখানোর জায়গায় ক্লিক করুন ও ইয়োর ইমেজ লেখা জায়গায় ক্লিক করে আপনার ফটো সিলেক্ট করুন

উপরের স্ক্রিনশট এ দেখতে পাচ্ছে 10% Opacity লিখা একটি ভলিউম বাড়ানো ও কমানোর মতো একটি বাটন আছে। এখানে বাড়ানো কমানো মানে হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড এ আপনার ছবি কতটুক সচ্চ দেখতে পাচ্ছেন বা চান।

তার পর দেখুন আপনার মোবাইলের সবকিছুর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে আপনার ছবি হয়ে গেছে।
দেখুন আমার সেটিং এর ব্যাকগ্রাউন্ড।

আমার Whatsapp এর ব্যাকগ্রাউন্ড

আমার SHAREit এর ব্যাকগ্রাউন্ড

তো এই অ্যাপ টি আমার কাছে একটি অসাধারণ অ্যাপ লেগেছে।
আপনাদের কাছে কেমন লাগল তা অবশ্যই কমেন্টে জানাবেন।

আর কোন সমস্যা হলে তাও জানাবেন।
তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ।

সৌজন্যে:WizBD.Com

Exit mobile version