অনেকদিন পর আবার টিরিকবিডি তে বসলাম-! আসলে নোভেম্বর এর ১ তারিখে ফাইনাল পরিক্ষা তাই কিছুদিন থাকুম না। তবে খুব মিস করবো এই জ্ঞানের জগৎ ট্রিকবিডি কে।।

ট্রিকবিডির ষ্পেশালদের জন্যঃ

ভাই আমি ট্রিকবিডি কে নিয়া একটি রিয়াল লাইফের একটিভিটি + কিছু চিন্তাভাবনা যোগ করে একটি নাটক বানিয়েছি।। এডিটিং শুধু বাকি আছে। যদি আপনারা অনুমতি দেন তাহলে আপলোড দিতে পারি। চাইছি ইউটিউবে আপলোড দেব। কারন কিছু সাবস্ক্রাইবার ও আশা করছি।

তবে অনুমতি চাই-!!!

আসল টপিকঃ

প্রথমে প্লে ইষ্টোর থাইক্কা এই অ্যাপ টা নামাই নেন।
Search Keyword:
'Microsoft Remote Desktop app'

এরপর Apponfly.Com এ গিয়ে, রেজিশট্রেসন করুন ফ্রি ট্রায়াল এ ক্লিক করে।

রেজিষ্ট্রেসন কম্পলিট হওয়ার জন্য কিছুক্ষন সময় লাগতে পারে। মানে কিছুক্ষন আপনাদের কাগজের প্লেন দেখাইবে তারপর অটোমেটিক রিডাইরেক্ট হয়ে একটি ট্যাব খুলে যাবে। আমি নতুন ট্যাবটায় ঢুকলাম

তারপর দেখলাম এমন আসলো। এখানে Download Setup File এ ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নিন। ঘাবড়াবেন নাহ। এত বেশি এম্বির ফাইল না এটা।

এবার লক্ষ করুন একটি ফাইল ডাউনলোড হয়েছে। এবং পেজটিতে একটি ইমেইল (আপনার ইমেইল) এবং পাসোওয়ার্ড দেখাচ্ছে। সেই পাসওয়ার্ড টা কপি করুন।

আমি কপি করে নিলাম।

এবার ডাউনলোড কঅরা ফাইলটি অ্যাপটির মাধ্যমে ওপেন করুন। দেখবেন Password চাইছে।। এখানে আপনার কপি করা পাসওয়ার্ডটি দিন।

এবং কানেক্ট এ ক্লিক করুন।। এবার দেখুন কেলমা।।

নিম্নে স্ক্রিনশট দিয়া দিলাম।

Screenshoots

43 thoughts on "এবার নিজের কম্পিউটারের মত স্বাদ নিন আপনার এন্ড্রুয়েড ফোনে [Only For Wi-Fi User]"

  1. কাব্য Author says:
    wifi chara ki ata use kora jabe na
    1. Fahim Author Post Creator says:
      করা যাবে ভাই।। এম্বি কেমন কাটতে পারে এ ব্যাপারে আমার ধারনা নাই।। এপনি চালিয়ে দেখিতে পারেন।।
  2. o Contributor says:
    wifi chara ki hobe
    1. Fahim Author Post Creator says:
      করা যাবে ভাই।। এম্বি কেমন কাটতে পারে এ ব্যাপারে আমার ধারনা নাই।। এপনি চালিয়ে দেখিতে পারেন।।
  3. Md Asraful Islam Contributor says:
    wifi chara ki hobe
    1. Fahim Author Post Creator says:
      করা যাবে ভাই।। এম্বি কেমন কাটতে পারে এ ব্যাপারে আমার ধারনা নাই।। এপনি চালিয়ে দেখিতে পারেন।।
  4. Chirkut Contributor says:
    wifi ছাড়া কি ডাউনলোড হবে না?
  5. Chirkut Contributor says:
    wifi ছাড়া কি ডাউনলোড হবে না?
    1. Fahim Author Post Creator says:
      আপনি চাইলে মোবাইল ডাটা দিয়াও চালাতে পারেন। আসলে খরচ বেশী হবে বলে আমি Only For Wi-Fi ইউজার লিখেছি।
  6. Mehedi Hasan Masud Contributor says:
    বুঝলাম না ওয়াই-ফাই এর সাথে এর কানেকশন টা কি?
    1. Fahim Author Post Creator says:
      আপনি চাইলে মোবাইল ডাটা দিয়াও চালাতে পারেন। আসলে খরচ বেশী হবে বলে আমি Only For Wi-Fi ইউজার লিখেছি।
  7. Nayem Hasan Showrab Contributor says:
    wifi er sathe somporko ki ?
  8. MohammedRuman Contributor says:
    Trial shes hoye gele tarpor kemne use korbo???
    1. Fahim Author Post Creator says:
      যেহেতু একাউন্ট খুলতে চাইলে ইমেইল ভেরিফাই করতে হয়না সেহেতু আনলিমিটেড একাউন্ট খোলা যায়।
  9. adroittushar Contributor says:
    এরপরে আবার আগের অবস্থায় কেমনে নিয়ে আসবো?
  10. adroittushar Contributor says:
    আমার তো ভাই Logon অপশনটাই আসে না,,কি করি
    1. Fahim Author Post Creator says:
      ভাই আপনার সমস্যাটা বুঝিয়ে বলুন সম্ভব হলে সমাধান বলে দিচ্ছি।।

      Login করার জন্য আপনাকে ডাউনলোড করা ফাইলটিকে Run করাতে হবে RD Client অ্যাপটির সাহায্যে।

  11. Khairul Islam✅ Author says:
    ভাল লাগলো
    1. adroittushar Contributor says:
      কাজ হইছে আপনের?
    2. Fahim Author Post Creator says:
      কাজ না হইলে স্ক্রিনশট দিলাম কেমনে ভাই-?? আপনি কি 0.trickbd.com চালাচ্ছেন নাকি ভাই-! ছবি/স্ক্রিনশট দেখুন ভাল করে 😛
    1. Fahim Author Post Creator says:
      আপনাকেও ধন্যবাদ
  12. Shadin Contributor says:
    ভালো হইছে ভাইয়া।
    আপনি ক্লাস ৮ এ পড়েন।
    1. Fahim Author Post Creator says:
      নবম শ্রেনীতে পড়াকালীন এক স্কুল থেকে কিক মেরেছে। তাই দুর্ভাগ্যবসতো আবার অন্য স্কুলে শিফট হয়ে ৯ এ ভর্তি হয়েছি।
    2. Shadin Contributor says:
      কিক কেন পেলেন?
    3. Fahim Author Post Creator says:
      কিছুটা এমন ঘটনা ট্রিকবিডিতে তো এই গল্প শেয়ার করা অন্যায় হবে তাই আমার ব্লগ লিংক দিলাম।
    4. Shadin Contributor says:
      ও। ঠিকাছে।
  13. Ananto paul Contributor says:
    good post but the trick is very slow
    1. সুলতান Author Post Creator says:
      অন্যের নুনে তেল ডাইল্লো না। শালা তদন্তর বাচ্চা। তুই এই ট্রিক ট্রাই করে দেখছিস?? ট্রিক ইজ ভেরি শ্লো।। A+ এর ষ্টুডেন্ট যদি এমন ইংলিশ মারে। তাইলে যারা গোল্ডেন পাইছে। তারা জানি কি করে।। আল্লাহু-আকবার।
    2. Ananto paul Contributor says:
      triskbd tumar vaper na, je aje baje post korba.
    3. Ananto paul Contributor says:
      trickbd tumar vaper na, je aje baje post korba.
  14. sunny123 Contributor says:
    tnx for shereing.use kori kintu limits thaka tai valo laga na.
  15. Shadin Contributor says:
    কিক কেন পেলেন?
    1. Asifkst21 Contributor says:
      Ha ha real kick sobar life a asa na
    2. Shadin Contributor says:
      হুম।
    3. Fahim Author Post Creator says:
      ভাই আপনার লাইফে কিভাবে কি ঘটলো?? একটু শেয়ার করবেন কি?
  16. Mdparvej92 Contributor says:
    হে হে হে। আপনার লেখায় এত্তভুল। কুত্তেখে যে এসে এরা ট্রিকবিডির অথর হয় বুঝিনা। ট্রিকবিডি কে লিখছে টিরিকবিডি। হাহাহা,,, মজা পেলুম
    1. Fahim Author Post Creator says:
      ভাই! এটা ইচ্ছে করেই লিখেছি।। বানানে ভুল আমার স্কুলের স্যারেরাও ধরেনা। তবে মেন ইজ মর্টাল=মানুষ মাত্রই ভুল-! সেক্ষেত্রে একটু-আকটু ভুল করি।। ভুল ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ দিতাম। কিন্তু মনে আঘাত পাইলাম।
      “কুত্তেখে
      যে এসে এরা ট্রিকবিডির অথর হয় বুঝিনা। ” এক বাক্যটা পড়ে।

      আসলে ভাই।৷ আপনি,লেখক,কন্ট্রিবিউটর,ইউজার,সাবস্ক্রাইবার সবাই যেন মজা পায় সেই চিন্তায় লিখেছি।। আর আশাকরি, থুক্কু. মনেকরি সবাই মজা পেয়েছে+আপনিও পেয়েছেন।। আর হ্যা, আপনি বলেছেন এত্তভুল মানে কি? আরেকটা ভুল ধরায় নিন ভাই।। (পাশে একটা রিপোর্ট ও দিয়ে দিয়েন)। আসলেই ভাই খুব কষ্ট পাইছি। কমেন্টে যদি রিপোর্ট সিষ্টেম থাকতো সম্মানের সাথে রিপোর্ট দিতাম।।

    1. Fahim Author Post Creator says:
      ভাইগ্না তোমাকে তো চিনলাম নাহ। রাব্বি নাকি??
    2. tutul kumar 017 Contributor says:
      mamu ami tutul

Leave a Reply