এখন থেকে মোবাইল দিয়েই ব্লাড প্রেসার টেস্ট করুন।আর কষ্ট করে দাক্তারের কাছে যেতে হবে না।এই অ্যাপটি পরিক্ষিত
rashed5
♥♥♥আসা করি সকলেই ভালো আছেন♥♥♥
আমি প্রথমেই বলে রাখি আমার লেখায় কোনো ভুল হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভুল গুলো ধরিয়ে দিবেন আমি সংশোধন করার চেষ্টা করবো। আপনারা হয়তো টাইটেল দেখেই বুঝে গেছেন আজকে অনেক প্রয়োজনিয় একটি অ্যাপ নিয়ে এসেছি।এ অ্যাপটি দিয়ে আপনারা নির্ভুল ভাবে ব্লাড প্রেসার মাপতে পারবেন।এ অ্যাপটি পরিক্ষা করার পরেই সেয়ার করছি।তো বেশি কথা বারাতে চাইনা । পোস্টের নিচে অ্যাপটির লিংক আছে ডাউনলোড করে নিবেন। এখন স্ক্রিন সর্ট দেখে কাজ করুন।আর স্ক্রিন সর্টের নিল দাগ গুলো ভালোভাবে খেয়াল করবেন। অ্যাপটি ওপেন করার পরে ঠিক এই রকম পেজ আসবে। স্ক্রিন সর্টে দেখানো স্থানে ক্লিক করবেন। এরপরে আবার স্ক্রিন সর্টে দেখানো স্থানে ক্লিক করবেন। পুনরায় স্ক্রিন সর্টে দেখানো স্থানে ক্লিক করবেন। আবার স্ক্রিন সর্টে দেখানো স্থানে ক্লিক করবেন।এর পরে দেখবেন MODIFY লেখা অাসে MODIFY লেখাতে ক্লিক করবেন। আবার স্ক্রিন সর্টে দেখানো স্থানে ক্লিক করবেন।আবার স্ক্রিন সর্টে দেখানো স্থান গুলো অন করে দিবেন।দিয়ে ব্যাকে আসবেন। এখন ক্যামেরার উপরে আপনার বাম হাতের দিতীয় আঙ্গুলটি এমন ভাবে রাখবেন যেন ফ্লাস লাইট এবং ক্যামেরা দুটোই ঢেকে থাকে।তারপরে স্ক্রিনের উপরে টাচ করে রাখবেন। এরপরে এই রকম পেজ আসবে। স্ক্রিন সর্টের সাদা স্থান টি যতখন লাল না হবে ততখোন ঐ ভাবেই রাখবেন। কিছুক্ষন রাখার পরে এই রকম পেজে আপনার ফলাফল গুলো পেয়ে যাবেন। অ্যাপটি ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।
আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে যানাবেন।