Site icon Trickbd.com

এই চমৎকার তিনটি ইসলামিক অ্যাপ আপনি ব্যবহার করছেন তো?

বন্ধুরা সবাই কে আসসালামুআলাইকুম সবাই কেমন আছেন? আশা করি অনেক ভাল আছেন।
আমিও আপনাদের ভালোবাসাই এবং দোয়ায় অনেক ভাল আছি।
আজকের পোস্ট শুরু করার আগে কিছু কথা বলতে চাই। ☺
আমাকে ট্রিকবিডি থেকে কেন ব্যান করা হয়েছিল?
দীর্ঘ চার মাস ধরে আমি ট্রিকবিডিতে কোন পোস্ট করতে পারিনি আসলে পারবোই বা কিভাবে আমাকে ট্রিকবিডি থেকে ব্যান করে দেয়া হয়েছিল। ?
আর ব্যান কেনই বা করবে না আমি তো আর কম অপরাধ করিনি ?
কিন্তু বিশ্বাস করুন আমি সব সময় চেয়েছি আপনাদের ভাল কিছু শিখাতে আমি যতটুকু পারি। ?
কদিন খুব ভালোই ট্রিকবিডি তে সময় দিচ্ছিলাম এবং পোস্ট করছিলাম আপনাদের অনেকটাই ভালোবাসাও পেয়েছিলাম। ?
কিন্তু হঠাৎ করে কেমনে জানি আমার মাথায় আসলো যে আর্নিং পোস্ট করা যাক তো প্রথমদিন একটা করলাম কিন্তু বেশ ভালই রেসপন্স পাচ্ছিলাম। ?
প্রথমে যে অ্যাপটি আমি রিভিউ করছিলাম ওই অ্যাপটি একদম হান্ড্রেড পার্সেন্ট প্রেমেন্ট করত। ?
আমি ওঐ অ্যাপটি ট্রিকবিডি তে শেয়ার করার জন্য অনেক গুলা রেফার পাইছিলাম। ?
কিন্তু কথায় বলেনা লোভে পাপ? আমি এবার একে একে বিভিন্ন আর্নিং অ্যাপ খুজতে লাগলাম।
এমনকি শুধু আর্নিং পোস্ট করতে থাকলাম ট্রিকবিডি তে আমাকে একবার নোটিশও দেয়া হলো আর্নিং পোস্ট না করার জন্য। ?
কিন্তু আমি তাও করলাম আর তখন এমন রুলস ছিল যে ট্রিকবিডি তে আর আর্নিং পোস্ট একদম করা যাবে না। ?
কিন্তু বিশ্বাস করুন আমি যে অ্যাপ গুলো শেয়ার করতাম তার প্রত্যেকটা ই-পেমেন্ট করতো কিনা তা নিশ্চিত হয়ে তারপর শেয়ার করতাম। ?
যাই হোক ভুল অনেক বার করেছি এবং ক্ষমা পেয়েছি এর জন্য ট্রিকবিডি এর এডমিন প্যানেল এর অনেক ধন্যবাদ। ?
দোয়া করবেন এরপর থেকে যেন সারা জীবন ট্রিকবিডি এর সাথেই থাকতে পারি। ☺ কারন জানেন? ট্রিকবিডি এবং ট্রিকবিডির সকল ইউজারকে আমি অনেক ভালবাসি। ?
তো চলুন এবার মূল পোস্টে চলে যাওয়া যাক?।
তো আজকে আমি ট্রিকবিডি তে টপ ৩ টা বাংলা ইসলামিক অ্যান্ড্রয়েড অ্যাপ।
প্রত্যেকটা অ্যাপ এর সম্পূর্ণ মনের মত করে রিভিউ লিখতে গেলে আজকে রাত পার হয়ে যাবে তাও আমার লেখা শেষ হবে না।
তাই আমি চেষ্টা করব এই ৫টি অ্যাপের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য।

1.প্রথমে যে এই অ্যাপটির কথা বলবো তার নাম- অর্থপূর্ণ নামায (সালাত) শব্দসহ এর কথা।
নামাযে (সলাতে) আল্লাহর সামনে দাঁড়িয়ে কি বলছেন তা কি জানেন??
অর্থপূর্ণ নামায (সলাত) এমন একটি অ্যাাপ যার দ্বারা আপনি নামাযের
পঠিত সূরা, তসবিহ, দোআ ইত্যাদির অর্থ (প্রতিটি শব্দের অর্থ সহ)
শিখতে পারবেন।
আর এর দ্বারা আপনি আল্লাহর সামনে দাড়িয়ে কি বলছেন তা বুঝতে পারবেন এবং সলাতে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ।
:::::এতে যা যা রয়েছে:::::::
১। সলাতে(নামাযে) পঠিত সূরা, তাসবিহ, দোআর অর্থ
২। সূরা ফাতিহাহ এবং শেষ ১৩ সূরা
৩। শব্দে শব্দে অনুবাদ, গভীর শাব্দিক এনালাইসিস ও তাফসির
আহসানুল বায়ান
৪। সলাতের ওয়াক্ত, ওয়াক্ত নোটিফিকেশান এবং কিবলা
৫। Pinch zoom করে মন মত ফন্ট সাইজ পরিবর্তন করে নিন
৬। ছবি ও লেখা শেয়ার করার সুবিধা
৭। কোন অ্যাড নেই!
৮। নামাযের সময়সূচী দেখার জন্য উইজেট সুবিধা।
আল্লাহ কুরআনে বলেনঃ
“এবং আমার স্মরণার্থে নামায কায়েম কর” (২০:১৪),“নিশ্চিতভাবে সফল মু’মিনরা, যারা নিজেদের নামাযেবিনয়াবনত”(২৩:১-২),
“…এবং নামায কায়েম কর। নিশ্চয় নামায অশ্লীল ও খারাপ কাজ হতে বিরত রাখে, এবং আল্লাহকে স্মরণ করাই সর্বশ্রেষ্ঠ কাজ…” (২৯:৪৫)

উপরের তিনটি আয়াত পড়ে আমরা বুঝতে পারছি যে নামায আমাদের আল্লাহকে স্মরণ করাবে, বিনয়াবনত করবে এবং অশ্লীল ও খারাপ কাজ হতে বিরত রাখবে।
কিন্তু বাস্তব চিত্র কি?
আমরা নামাযে দাড়িয়ে ব্যবসা-বাণিজ্য, চাকরি, কৃষি-ক্ষেত, পরিবারের সমস্যা, দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে থাকি।
আমরা মহাপরাক্রমশালী, মহাসম্মানিত, অতীব মর্যাদাবান আল্লাহর সামনে
কতটুকু বিনয়াবনত?
লক্ষ কোটি মুসলিম প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামায আদায় করার পরপরেই তারা ইসলামের চোখে অশ্লীলতা ও অন্যায়ে লিপ্ত হচ্ছে।
(যেমন সুদ খাওয়া, মিথ্যা বলা,গালা-গালি করা, গীবত করা প্রমুখ)।
এসব কেন হচ্ছে??
কারণ আমরা জানিনা নামাযে দাঁড়িয়ে, কুরআন তিলাওয়াতে, সিজদাতে, রুকুতে ও বৈঠকে বসে আমরা কি পড়ি।
এমতাবস্থায় নামায কেবল একটা প্রথা যা আমরা না বুঝে বলে যাচ্ছি।
এই কি শিক্ষিত জাতির নমুনা?
নামাযে কি পড়ছেন তা আজ জানা জরুরী।
“কেউ হেদায়েতের দিকে আহ্বান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে,
তবে যারা অনুসরন করেছে তাদের সোওয়াবের কোন কমতি হবে না।” [সহিহ মুসলিমঃ ২৬৭৮]
অ্যাপটি সম্পর্কে অনেকটাই লিখেছি আশা করি পড়ে ভালো লেগেছে।
অ্যাপটির সাইজ মাত্র ৩ মেগাবাইট।
আপনারা এই লিংকে ক্লিক করে সরাসরি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন।

2. তো চলে যাচ্ছি আমার লিস্টের দুইনাম্বার ইসলামিক অ্যাপ এ এই অ্যাপটির নাম দোআ ও যিকির (হিসনুল মুসলিম)।
দোআ ও যিকির (হিসনুল মুসলিম) একটি এন্ড্রয়েড অ্যপ যাতে রয়েছে কুরআন এবং হাদিস থেকে সংকলিত সহীহ দোয়া ও যিকির যা নিত্যদিনের জন্য খুবই প্রয়োজনীয়।
এতে কোন অ্যাড নেই, বাংলা ফনেটিক দ্বারা সার্চ করা যায় এবং এটি সম্পূর্ণ ফ্রী!!
এটি মূলত সাদ ইবনে ওহাফ আল-কাহতানী রচিত প্রসিধ্য বই হিসনুল মুসলিম (মুসলমানদের দূর্গ) এর উপর ভিত্তি করে তৈরি।

:::::এতে যা যা রয়েছে::::::
•ঘুমানোর, ঘুম থেকে ওঠার, পোশাক পরা ও খোলার, পায়খানার, ওযুর, নামাযের, মসজিদের, ইস্তিখারার দো’আ (দুয়া বা দুআ) ও সকাল ও বিকালের যিকর (বা জিকির)।
•কুরআন ও হাদিসের ২৫০ ও বেশি দোআ ও যিকির
•আপনার পছন্দের দোআ সেভ করে রাখুন
•সুবিধা মত ফন্ট সাইজ পরিবর্তন করে নিন
•শেয়ার করে সওয়াব অর্জন করুন
•প্রতিটি দোআর সাথে এর অর্থ, উচ্চারণ এবং ফযিলত দেয়া
আছে।
•প্রতিটি দোআর অডিও আছে এতে!!
•অডিও ফাইল শেয়ারও করা যায়
•Pinch zoom এর অপশন যুক্ত করা হয়েছে
•কোন অ্যাড নেই
•সার্চ অপশন বাংলা ফনেটিক দ্বারা
•সুবিধার জন্য আলাদা আলাদা বিষয়ে বিভক্ত।
“কেউ হেদায়েতের দিকে আহ্বান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে।
তবে যারা অনুসরন করেছে তাদের সোওয়াবের কোন কমতি হবে না।” [সহিহ মুসলিমঃ ২৬৭৮]
অ্যাপটির সাইজ মাত্র 1 মেগাবাইট এর আপনি চাইলে এই লিংকে ক্লিক করে অ্যাপটিকে ডাউনলোড করে ফেলতে পারেন।

3.তিন নাম্বারে যে অ্যাপটি কথা বলব তার নাম: আল হাদিস (Al Hadith)।
তো এই অ্যাপটি সম্পর্কে আমি যতটুকু পারি ততটুকু লেখার চেষ্টা করব।
ihadis হাদিস অ্যাপের ফিচারসমুহঃ
—————————————————–
ম্যাটেরিয়াল ডিজাইনঃ app এর ডিজাইনের দিকে বেশ অনেকটা সময় ব্যয় করা হয়েছে।

সাদার সাথে বিভিন্ন কালার কম্বিনেশন করা হয়েছে।
হোমপেজে শুরুতেই চমক আছে – ২ টা ভিউ রাখা হয়েছে- যে যেটা পছন্দ করেন।
নতুন অ্যাপে বেশ কয়েকটি হাদিসের বই দেয়া হবে।
বই> অধ্যায়> হাদিস — এই প্যাটার্ন ফলো করা হয়েছে।
সার্চঃ যাই সার্চ করেন না কেন সব হাদিসের বইয়ের ভেতর খুঁজে রেজাল্ট আসবে ১ সেকেন্ডের মধ্যে ইনশাল্লাহ।
হ্যাঁ এতটাই ফাস্ট ইউজার এক্সপেরিয়েন্স দিতে যাচ্ছে ihadis হাদিস অ্যাপ।
ড্রয়ার : সুদৃশ্য একটি ড্রয়ার আছে এই চমৎকার অ্যাপে। এতে বুকমার্ক, সেটিংস সহ বেশ কিছু অপশন আছে।
চ্যাপটার পেজ : হাদিসের রেঞ্জসহ হাদিসের অধ্যায়গুলো দেখা যাবে।
অধ্যায়ে ক্লিক করলে পরের পেজে হাদিস দেখাবে।
হাদিস পেজ : ihadis হাদিস অ্যাপের অন্যতম মুল আকর্ষণ হাদিস পেজ। মাল্টিপল ভিউ এবং সিঙ্গেল ভিউ- এই দুইটি ভিউই আছে, যা অন্য কোন (national/international) হাদিসের অ্যাপে নেই আমার জানামতে।
যেন বই থেকেই হাদিস পড়ছি – এই অনুভূতি দেবে মাল্টিপল ভিউ।
আরও রয়েছে স্মুথ স্ক্রল এক্সপেরিয়েন্স।
এক হাদিস থেকে দ্রুত আরেক হাদিসে জাম্প করার সুবিধাও রয়েছে।
সিঙ্গেল ভিউতে হাদিসটা আরও বেশি হাইলাইট হবে, একটি হাদিসের উপর মনোযোগ ধরে রাখা সহজ হবে।
হাদিস পড়তে পড়তে জ্ঞানের সাগরে ডুব দিতে পারবেন পাঠককুল – এমনটাই আশা করছি।
চ্যাপটার পেজ : হাদিসের রেঞ্জসহ হাদিসের অধ্যায়গুলো দেখা যাবে।
অধ্যায়ে ক্লিক করলে পরের পেজে হাদিস দেখাবে।
– কোন অ্যাড নেই।
যে সকল হাদিস গ্রন্থ আছেঃ
————————————————-
১. সহিহ বুখারী
২. সহিহ মুসলিম
৩. আবূ দাউদ
৪. তিরমিজী
৫. ইবনে মাজাহ
৬. সহিহ হাদিসে কুদসী
৭. ৪০ হাদিস
অ্যাপটি ডাউনলোড না করলে হয়তো আপনি বুঝতে পারবেন না যে অ্যাপটির ফিচার সম্পর্কে তাই এখানে ক্লিক করে এখনি ডাউনলোড করে একবার দেখতে পারেন।
একটি কথা বলতে ভুলে গেছি অ্যাপটির সাইজ একটু বেশি 40 মেগাবাইটের মত।
পোস্টটি ভাল লাগলে একটা লাইক দিতে পারেন আর আপনি যদি এমনই পোস্ট পেতে পছন্দ করেন তাহলে কমেন্ট করে আমাকে জানিয়ে দিন।
তো আজকের পোস্ট পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন কোন পোষ্টে ততক্ষণ সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আজকের মত আল্লাহ হাফেজ।

এখন থেকে চাইলে আপনি যেকোন ডলার আমার কাছে সেল করতে পারেন।
তো আপনি যদি ডলার সেল করতে চান তাহলে আমাকে ফেসবুকে নক করুন।

[b] Facebook Id Link…. [/b]