Site icon Trickbd.com

দ্রুততম এবং সহজ ফাইল শেয়ারিং সফটওয়্যার Mobile & Computer.

কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন।আজ আপনাদের সাথে SHAREit  এর থেকেও দ্রুত ফাইল শেয়ার করার অ্যাপ নিয়ে কথা বলব।আমরা প্রায় সবাই SHAREit অ্যাপ  ব্যাবহার করি কিন্তু এটি শেয়ার  ইটের থেকেও দ্রুত ফাইল আদান – প্রদান করে থাকে।প্লে- স্টোরে অ্যাপটির রেটিং শেয়ার ইটের থেকে বেশি।এছাড়া আপনি চাইলেই অ্যাপটি পিসি/ ল্যাপটপে ব্যাবহার করতে পারবেন।শেয়ার ইট পিসি/ ল্যাপটপে ব্যাবহার করতে গেলে অনেক সময় কানেকশন হয় না  এই apps টি এধরনের   ঝামেলা ছাড়াই ব্যাবহার করতে পারবেন,কোড অথবা QR CODE স্ক্যান করলেই সাথে সাথে পিসি  টু ফোন অথবা ফোন টু ফোন connect হবে ।

কাজের ধাপসমূহ ও উল্লখযোগ্য দিক:-

(1)Send Anywhere এর মাধ্যমে যে কোন সাইজের ফাইল ফোন টু ফোন অথবা পিসি টু ফোনে পাঠাতে পারবেন।
(2)Play Store এ Send Anywhere এর রেটিং4.7 যা  Shere It এর থেকেও অনেক বেশি।
(3)আপনার নিরাপত্তার জন্য রয়েছে কোড সিস্টেম।
(4)কোন প্রকার ডাটা বা ইন্টারনেট সংযোগ ছাড়াই  ফাইল পাঠাতে পারবেন।
(5)Send Anywhere এর সাহায্যে যে কোন Social Media তে আপনি আপনার ফাইলের লিংক শেয়ার করতে পারবেন।
(6)কানেকশন প্রবেম হবে না, কোড enter করলেই, বা qr code স্ক্যান করলে সাথে সাথেই connect হবে।

(7) apps টি তে একটিভিটি লগ থাকতে সেন্ড বা রিসিভ করা ফাইল বের করতে কোনো প্রকার ঝামেলা হয় না।

ডাউনলোড লিংক:-

(android এর জন্য ) : ডাউনলোড করুন

(Computer এর জন্য ) :  ডাউনলোড করুন

ধন্যবাদ ভাল থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আরো অনেক ভাল,ভাল টিউটোরিয়াল আপনাদের উপহার দিতে পারি। আর আমার  ইউটিউব চ্যানেল SUBSCRIBE করবেন